নভেম্বর ১৪-২০
উপদেশক ১-৬
গান ১০ এবং প্রার্থনা
সভাপতির মন্তব্য (৩ মিনিট বা এর চেয়ে কম)
ঈশ্বরের বাক্যের গুপ্তধন
“সমস্ত পরিশ্রমের মধ্যে সুখভোগ করুন”: (১০ মিনিট)
[উপদেশক বইয়ের ভূমিকা শিরোনামের ভিডিওটা দেখান।]
উপ ৩:১২, ১৩ —পরিশ্রমের মধ্যে সুখভোগ করা হল ঈশ্বরের কাছ থেকে একটা দান (প্রহরীদুর্গ ১৫ ২/১ ৪-৬, ইংরেজি)
উপ ৪:৬—কাজের প্রতি এক ভারসাম্যপূর্ণ মনোভাব গড়ে তুলুন (প্রহরীদুর্গ ১৫ ২/১ ৬ অনু. ৩-৫)
আধ্যাত্মিক রত্ন খুঁজে বের করুন: (৮ মিনিট)
উপ ২:১০, ১১—ধনসম্পদ সম্বন্ধে শলোমন কী উপলব্ধি করতে পেরেছিলেন? (প্রহরীদুর্গ ০৮ ৪/১৫ ২২ অনু. ৯-১০)
উপ ৩:১৬, ১৭—এই জগতের অবিচারগুলোকে আমাদের কীভাবে দেখা উচিত? (প্রহরীদুর্গ ০৬ ১১/১ ১৪ অনু. ৮)
এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে যিহোবা সম্বন্ধে আমি কী শিখেছি?
এই সপ্তাহের বাইবেল পাঠের কোন বিষয়গুলো আমি ক্ষেত্রের পরিচর্যায় ব্যবহার করতে পারি?
বাইবেল পাঠ: (৪ মিনিট বা এর চেয়ে কম) উপ ১:১-১৮
ক্ষেত্রের পরিচর্যায় ব্যবহার করার প্রচেষ্টা করুন
প্রথম সাক্ষাৎ: (২ মিনিট বা এর চেয়ে কম) T-37 ট্র্যাক্ট—JW.ORG কনট্যাক্ট কার্ড দিন।
পুনর্সাক্ষাৎ: (৪ মিনিট বা এর চেয়ে কম) প্রথম সাক্ষাতে ছেড়ে আসা T-37 ট্র্যাক্ট নিয়ে পুনর্সাক্ষাৎ করুন—কোনো ইলেকট্রনিক ডিভাইস থেকে শাস্ত্রপদ পড়ুন।
বাইবেল অধ্যয়ন: (৬ মিনিট বা এর চেয়ে কম) বাইবেল শিক্ষা দেয় ২২-২৩ অনু. ১১-১২—সেই ব্যক্তিকে সভায় আসার জন্য আমন্ত্রণ জানান।
খ্রিস্টীয় জীবনযাপন
গান ১৭
“বাইবেল আমাদের কী শিক্ষা দেয়?—যেভাবে এটা ব্যবহার করা যায়”: (১৫ মিনিট) আলোচনা। এরপর সেই ভিডিওটা দেখান ও সেটা নিয়ে আলোচনা করুন, যেখানে আমাদের শিক্ষা দেয় বইয়ের ১১৫ পৃষ্ঠার সত্য ৪ ব্যবহার করে একটা বাইবেল অধ্যয়নের কিছুটা অংশ তুলে ধরা হয়েছে।
মণ্ডলীর বাইবেল অধ্যয়ন: (৩০ মিনিট) অনুকরণ করুন অধ্যায় ৯ অনু. ১৪-২৪, ৮২ পৃষ্ঠায় দেওয়া পুনরালোচনার বাক্স
সভার বিষয়বস্তু পুনরালোচনা করুন এবং পরের সপ্তাহের বিষয়বস্তু সংক্ষেপে বলুন (৩ মিনিট)
গান ৩৯ এবং প্রার্থনা