নভেম্বর ২১-২৭
উপদেশক ৭-১২
গান ৪১ এবং প্রার্থনা
সভাপতির মন্তব্য (৩ মিনিট বা এর চেয়ে কম)
ঈশ্বরের বাক্যের গুপ্তধন
“তুমি যৌবনকালে আপন সৃষ্টিকর্ত্তাকে স্মরণ কর”: (১০ মিনিট)
উপ ১২:১—যুবক-যুবতীদের ঈশ্বরের সেবায় নিজেদের সময় ও শক্তিকে ব্যবহার করা উচিত (প্রহরীদুর্গ ১৪ ১/১৫ ১৮ অনু. ৩; ২২ অনু. ১)
উপ ১২:২-৭—যুবক-যুবতীরা বার্ধক্যের কারণে আসা ‘দুঃসময়ের’ দ্বারা সীমাবদ্ধ নয় (প্রহরীদুর্গ ০৮ ১১/১৫ ২৩ অনু. ২; প্রহরীদুর্গ ০৬ ১১/১ ১৬ অনু. ৮)
উপ ১২:১৩, ১৪—জীবনকে অর্থপূর্ণ করে তোলার সর্বোত্তম উপায় হল, যিহোবাকে সেবা করা (প্রহরীদুর্গ ১১ ১১/১ ২১ অনু. ১-৬, ইংরেজি)
আধ্যাত্মিক রত্ন খুঁজে বের করুন: (৮ মিনিট)
উপ ১০:১—কীভাবে “প্রজ্ঞা . . . অপেক্ষা যৎকিঞ্চিৎ অজ্ঞানতা গুরুভার”? (প্রহরীদুর্গ ০৬ ১১/১ ১৬ অনু. ৪)
উপ ১১:১—‘জলের উপরে আপন ভক্ষ্য ছড়াইয়া দেওয়ার’ অর্থ কী? (প্রহরীদুর্গ ০৬ ১১/১ ১৬ অনু. ৬)
এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে যিহোবা সম্বন্ধে আমি কী শিখেছি?
এই সপ্তাহের বাইবেল পাঠের কোন বিষয়গুলো আমি ক্ষেত্রের পরিচর্যায় ব্যবহার করতে পারি?
বাইবেল পাঠ: (৪ মিনিট বা এর চেয়ে কম) উপ ১০:১২–১১:১০
ক্ষেত্রের পরিচর্যায় ব্যবহার করার প্রচেষ্টা করুন
প্রথম সাক্ষাৎ: (২ মিনিট বা এর চেয়ে কম) ২তীম ৩:১-৫—সত্য সম্বন্ধে শিক্ষা দিন।
পুনর্সাক্ষাৎ: (৪ মিনিট বা এর চেয়ে কম) যিশা ৪৪:২৭–৪৫:২—সত্য সম্বন্ধে শিক্ষা দিন।
বাইবেল অধ্যয়ন: (৬ মিনিট বা এর চেয়ে কম) বাইবেল শিক্ষা দেয় ২৫-২৬ অনু. ১৮-২০—সেই ব্যক্তিকে সভায় আসার জন্য আমন্ত্রণ জানান।
খ্রিস্টীয় জীবনযাপন
গান ১
“তরুণ-তরুণীরা—‘বৃহৎ দ্বার’ দিয়ে প্রবেশ করতে দেরি কোরো না”: (১৫ মিনিট) অল্পবয়সিরা—যিহোবা তোমাদের ভালোবাসেন শিরোনামের ভিডিওটা দেখান এবং এরপর প্রবন্ধ নিয়ে আলোচনা করুন।
মণ্ডলীর বাইবেল অধ্যয়ন: (৩০ মিনিট) অনুকরণ করুন অধ্যায় ১০ অনু. ১-১১, ৮৬ পৃষ্ঠায় দেওয়া বাক্স
সভার বিষয়বস্তু পুনরালোচনা করুন এবং পরের সপ্তাহের বিষয়বস্তু সংক্ষেপে বলুন (৩ মিনিট)
গান ৩৭ এবং প্রার্থনা