ঈশ্বরের বাক্যের গুপ্তধন | উপদেশক ৭-১২ “তুমি যৌবনকালে আপন সৃষ্টিকর্ত্তাকে স্মরণ কর” চালান “তুমি যৌবনকালে আপন সৃষ্টিকর্ত্তাকে স্মরণ কর” যৌবনকালে তোমার সৃষ্টিকর্তার সেবা করার জন্য নিজের দক্ষতা ব্যবহার করে তাঁকে স্মরণ করো ১২:১, ১৩ অনেক যুবক-যুবতীর, রোমাঞ্চকর ও প্রতিদ্বন্দ্বিতামূলক কার্যভার গ্রহণ করার মতো উত্তম স্বাস্থ্য ও শক্তি রয়েছে বার্ধক্যের কারণে সীমাবদ্ধতা আসার আগেই যুবক-যুবতীদের নিজেদের সময় ও শক্তিকে ঈশ্বরের সেবায় ব্যবহার করা উচিত বয়স্ক ব্যক্তিদের যে-সমস্ত প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে হয়, তা ব্যাখ্যা করার জন্য শলোমন কাব্যিক ভাষা ব্যবহার করেন ১২:২-৭ ৩ পদ: “গবাক্ষ দিয়া দর্শনকারিণীরা অন্ধীভূতা হইবে” দৃষ্টিশক্তি হ্রাস পাবে ৪ পদ: “বাদ্যকারিণী কন্যারা সকলে ক্ষীণ হইবে” শ্রবণশক্তি হ্রাস পাবে ৫ পদ: “কামনা নিস্তেজ হইবে”* * আক্ষরিকভাবে এক ধরনের ফলকে নির্দেশ করে, যা কামনা বা খিদে বাড়ানোর জন্য সাহায্য করত খিদে কমে যাবে পূর্ববর্তী পরবর্তী প্রিন্ট করুন শেয়ার করুন শেয়ার করুন “তুমি যৌবনকালে আপন সৃষ্টিকর্ত্তাকে স্মরণ কর” আমাদের খ্রিস্টীয় জীবন ও পরিচর্যা--সভার জন্য অধ্যয়ন পুস্তিকা “তুমি যৌবনকালে আপন সৃষ্টিকর্ত্তাকে স্মরণ কর” বাংলা “তুমি যৌবনকালে আপন সৃষ্টিকর্ত্তাকে স্মরণ কর” https://cms-imgp.jw-cdn.org/img/p/202016410/univ/art/202016410_univ_sqr_xl.jpg