খ্রিস্টীয় জীবনযাপন
“তাঁহার স্বামী নগর-দ্বারে প্রসিদ্ধ হন”
একজন গুণবতী স্ত্রী তার স্বামীর সুনাম নিয়ে আসেন। রাজা লমূয়েলের দিনে, কোনো স্বামীর গুণবতী স্ত্রী থাকলে, তিনি “নগর-দ্বারে প্রসিদ্ধ” হতেন। (হিতো ৩১:২৩) বর্তমানে, সম্মাননীয় পুরুষেরা মণ্ডলীতে প্রাচীন এবং পরিচারক দাস হিসেবে সেবা করেন। তারা যদি বিবাহিত হয়ে থাকেন, তা হলে সেবা করার বিষয়ে তাদের যোগ্যতা অনেকটা তাদের স্ত্রীদের উত্তম আচরণ ও সমর্থনের উপর নির্ভর করে। (১তীম ৩:৪, ১১) এইরকম গুণবতী স্ত্রীদের কেবলমাত্র তাদের স্বামীরাই নন কিন্তু সেইসঙ্গে মণ্ডলীর সদস্যরাও খুবই মূল্যবান বলে গণ্য করে।
একজন গুণবতী স্ত্রী তার স্বামীকে সেবা করার ব্যাপারে সাহায্য করার জন্য এই বিষয়গুলো করে থাকেন . . .
-
সদয় কথা বলার মাধ্যমে উৎসাহিত করেন।—হিতো ৩১:২৬
-
মণ্ডলীর কাজে সময় দেওয়ার জন্য স্বামীকে সুযোগ করে দেন।—১থিষল ২:৭, ৮
-
সংযতভাবে জীবনযাপন করেন।—১তীম ৬:৮
-
মণ্ডলীর গোপনীয় বিষয়গুলো জানতে চান না।—১তীম ২:১১, ১২; ১পিতর ৪:১৫