সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

ঈশ্বরের বাক্যের গুপ্তধন | ২ যোহন ১-১৩; ৩ যোহন ১-১৪–যিহূদা ১-২৫

সত্যে টিকে থাকার জন্য আমাদের অবশ্যই প্রাণপণ করতে হবে

সত্যে টিকে থাকার জন্য আমাদের অবশ্যই প্রাণপণ করতে হবে

যিহূদা ৩

যিশু উপদেশ দিয়েছিলেন: “সঙ্কীর্ণ দ্বার দিয়া প্রবেশ করিতে প্রাণপণ কর।” (লূক ১৩:২৪) যিশুর কথাগুলো ইঙ্গিত দেয় যে, ঈশ্বরের অনুমোদন লাভ করার জন্য আমাদের অবশ্যই কঠোর প্রচেষ্টা করতে হবে। যিশুর সৎ ভাই যিহূদাও একইরকম কিছু লিখতে অনুপ্রাণিত হয়েছিলেন: ‘বিশ্বাসের পক্ষে প্রাণপণ করিও।’ নিম্নলিখিত কাজগুলো করার জন্য অধ্যবসায়ী প্রচেষ্টার প্রয়োজন:

  • যৌন অনৈতিকতা প্রতিরোধ করা।—যিহূদা ৬, ৭

  • মণ্ডলীতে দায়িত্বে রয়েছেন এমন ব্যক্তিদের সম্মান করা।—যিহূদা ৮, ৯

  • “পরম পবিত্র বিশ্বাসের উপরে” অর্থাৎ খ্রিস্টীয় শিক্ষাগুলোতে নিজেদের গেঁথে তোলা।—যিহূদা ২০, ২১