সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

ঈশ্বরের বাক্যের গুপ্তধন | প্রকাশিত বাক্য ১-৩

“আমি জানি তোমার কার্য্য সকল”

“আমি জানি তোমার কার্য্য সকল”

১:২০; ২:১, ২

  • “সপ্ত তারা”: অভিষিক্ত প্রাচীনরা এবং ব্যাপক অর্থে সমস্ত প্রাচীন

  • ‘[যিশুর] দক্ষিণ হস্তে’: তারারা যিশুর সম্পূর্ণ নিয়ন্ত্রণ, ক্ষমতা ও নির্দেশনার অধীনে রয়েছেন। যদি প্রাচীনগোষ্ঠীর কাউকে সংশোধন করার প্রয়োজন হয়, তা হলে সেটা যেন তাঁর নিজের সময়ে ও উপায়ে করা হয়, সেই ব্যাপারে যিশু খেয়াল রাখবেন

  • “সপ্ত সুবর্ণ দীপবৃক্ষ”: খ্রিস্টীয় মণ্ডলী। আবাসের দীপবৃক্ষ যেমন আলো বিকিরণ করত, ঠিক তেমনই খ্রিস্টীয় মণ্ডলী আধ্যাত্মিক আলো বিকিরণ করে। (মথি ৫:১৪) যিশু সমস্ত মণ্ডলীর কাজ তত্ত্বাবধান করার মাধ্যমে দীপবৃক্ষের “মধ্যে গমনাগমন করেন”