সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

খ্রিস্টীয় জীবনযাপন খ্রিস্টীয় জীবনযাপন

যিহোবা জানেন আমাদের কী প্রয়োজন রয়েছে

যিহোবা জানেন আমাদের কী প্রয়োজন রয়েছে

বিশ্বস্ত ও বুদ্ধিমান দাস আমাদের “উপযুক্ত সময়ে” খাদ্য দেন আর এটা দেখায় যে, যিহোবা, যিনি এই দাসদের পরিচালনা করছেন, তিনি জানেন, আধ্যাত্মিকভাবে আমাদের কী প্রয়োজন রয়েছে। (মথি ২৪:৪৫) আমাদের আঞ্চলিক সম্মেলন এবং সপ্তাহের মাঝের সভায় এটার প্রমাণ দেখা যায়।

২০১৭ সালের টিচিং কমিটি-র রিপোর্ট শিরোনামের ভিডিওটা দেখুন আর এরপর এই প্রশ্নগুলোর উত্তর দিন:

  • আমরা যে-সময়োপযোগী সম্মেলন উপভোগ করি, সেটার জন্য কে প্রশংসা পাওয়ার যোগ্য ও কেন?

  • কখন একটা সম্মেলনের কাজ শুরু হয়?

  • কীভাবে সম্মেলনের জন্য বিষয়বস্তু বাছাই করা হয়?

  • সম্মেলনের প্রস্তুতির সঙ্গে কোন কাজ জড়িত রয়েছে?

  • অধ্যয়ন করার যে-পদ্ধতি গিলিয়েডে শেখানো হয়, তা কীভাবে সপ্তাহের মাঝের সভার বিষয়বস্তু প্রস্তুত করার জন্য ব্যবহার করা হয়?

  • সভার জন্য অধ্যয়ন পুস্তিকা প্রস্তুত করার জন্য বিভিন্ন ডিপার্টমেন্ট কীভাবে একসঙ্গে কাজ করে থাকে?

যিহোবার কাছ থেকে পাওয়া বিভিন্ন আধ্যাত্মিক ব্যবস্থার বিষয়ে আপনি কেমন অনুভব করেন?