সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

ঈশ্বরের বাক্যের গুপ্তধন | প্রকাশিত বাক্য ৪–৬

চার জন অশ্বারোহীর যাত্রা

চার জন অশ্বারোহীর যাত্রা

৬:২, ৪-৬, 

যিশু স্বর্গে শয়তান ও তার মন্দদূতদের সঙ্গে যুদ্ধ করার এবং তাদের পৃথিবীতে আবদ্ধ করার মাধ্যমে “জয় করিতে করিতে . . . বাহির হইলেন।” তিনি এই শেষকালে তাঁর দাসদের সাহায্য এবং সুরক্ষা প্রদান করার মাধ্যমে তাদের পক্ষে যুদ্ধে জয়লাভ করে চলেছেন। যিশু সেই সময় ‘জয় করিবেন’ বা জয় সম্পন্ন করবেন, যখন তিনি আরমাগিদোনের যুদ্ধে অন্য তিন জন অশ্বারোহীর যাত্রা রোধ করবেন এবং তাদের যাত্রার কারণে যে-ধ্বংসাত্মক পরিণতি হয়েছে, সেটা দূর করে আবারও আগের অবস্থায় ফিরিয়ে আনবেন।