সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

ফেব্রুয়ারি ১৫-২১

নহিমিয় ৯-১১

ফেব্রুয়ারি ১৫-২১
  • গান ২৫ এবং প্রার্থনা

  • সভাপতির মন্তব্য (৩ মিনিট বা এর চেয়ে কম)

ঈশ্বরের বাক্যের গুপ্তধন

ক্ষেত্রের পরিচর্যায় ব্যবহার করার প্রচেষ্টা করুন

  • প্রথম সাক্ষাৎ: (২ মিনিট বা এর চেয়ে কম) দুঃখকষ্ট কি কখনো শেষ হবে? ট্র্যাক্টের পিছনের পৃষ্ঠার তথ্য ব্যবহার করে ট্র্যাক্টটা তুলে ধরুন। পুনর্সাক্ষাতের জন্য ভিত্তিস্থাপন করুন।

  • পুনর্সাক্ষাৎ: (৪ মিনিট বা এর চেয়ে কম) যে-ব্যক্তি দুঃখকষ্ট কি কখনো শেষ হবে? ট্র্যাক্টের প্রতি আগ্রহ দেখিয়েছেন, তার সঙ্গে কীভাবে পুনর্সাক্ষাৎ করা যায়, সেটার নমুনা তুলে ধরুন। পরের সাক্ষাতের জন্য ভিত্তিস্থাপন করুন।

  • বাইবেল অধ্যয়ন: (৬ মিনিট বা এর চেয়ে কম) বাইবেল অধ্যয়নের নমুনা দেখান। (বাইবেল শিক্ষা দেয় ৩২-৩৩ অনু. ১৩-১৪)

খ্রিস্টীয় জীবনযাপন

  • গান ১৯

  • সর্বোত্তম জীবন”: (১৫ মিনিট) আলোচনা। শুরুতে ভিডিওটা দেখান। এরপর প্রশ্নগুলো বিবেচনা করুন। সংক্ষেপে অবিবাহিত বা বিবাহিত কোনো প্রকাশকের সাক্ষাৎকার নিন, যিনি যিহোবার সেবায় আরও বেশি কাজ করার জন্য বেশ কয়েক বছর অবিবাহিত ছিলেন। (১করি ৭:৩৫) এর ফলে তিনি কোন কোন আশীর্বাদ লাভ করেছেন?

  • মণ্ডলীর বাইবেল অধ্যয়ন: ঈশ্বরের প্রেম’ অধ্যায় ১১ অনু. ১-৯ (৩০ মিনিট)

  • সভার বিষয়বস্তু পুনরালোচনা করুন এবং পরের সপ্তাহের বিষয়বস্তু সংক্ষেপে বলুন (৩ মিনিট)

  • গান ১৮ এবং প্রার্থনা