সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

ফেব্রুয়ারি ১-৭

নহিমিয় ১-৪

ফেব্রুয়ারি ১-৭
  • গান ১৩ এবং প্রার্থনা

  • সভাপতির মন্তব্য (৩ মিনিট বা এর চেয়ে কম)

ঈশ্বরের বাক্যের গুপ্তধন

ক্ষেত্রের পরিচর্যায় ব্যবহার করার প্রচেষ্টা করুন

  • এই মাসের উপস্থাপনা তৈরি করুন: (১৫ মিনিট) আলোচনা। ট্র্যাক্টের জন্য নমুনা হিসেবে দেওয়া উপস্থাপনা-র দুটো নমুনাই তুলে ধরুন। এরপর ব্রোশারের জন্য নমুনা হিসেবে দেওয়া উপস্থাপনা-র ভিডিও দেখান। সেখান থেকে কিছু উল্লেখযোগ্য বিষয় আলোচনা করুন। প্রকাশক কীভাবে পুনর্সাক্ষাতের জন্য ভিত্তিস্থাপন করেছেন, সেটার উপর জোর দিন। প্রকাশকদের নিজের ভাষায় উপস্থাপনা তৈরি করার জন্য উৎসাহিত করুন।

খ্রিস্টীয় জীবনযাপন

  • গান ৪৫

  • মার্চ অথবা এপ্রিল মাসে একজন সহায়ক অগ্রগামী হিসেবে সেবা করার জন্য এখনই পরিকল্পনা করুন: (১৫ মিনিট) আলোচনা। “এই স্মরণার্থ মরসুমকে এক আনন্দের মরসুম করে তুলুন!” শিরোনামের প্রবন্ধ থেকে উপযুক্ত বিষয়গুলো বিবেচনা করুন। (রাজ্যের পরিচর্যা ২/১৪ ২) আগে থেকেই “চিন্তা [‘পরিকল্পনা,’ বাংলা কমন ল্যাঙ্গুয়েজ ভারশন]” করার প্রয়োজনীয়তার উপর জোর দিন। (হিতো ২১:৫) অতীতে সহায়ক অগ্রগামী হিসেবে কাজ করেছেন এমন দু-জন প্রকাশকের সাক্ষাৎকার নিন। তাদের কোন বাধাগুলো কাটিয়ে উঠতে হয়েছিল? তারা কোন কোন আনন্দ লাভ করেছিলেন?

  • মণ্ডলীর বাইবেল অধ্যয়ন: ঈশ্বরের প্রেম’ অধ্যায় ১০ অনু. ৯-১৫, ১৩০ পৃষ্ঠায় দেওয়া বাক্স (৩০ মিনিট)

  • সভার বিষয়বস্তু পুনরালোচনা করুন এবং পরের সপ্তাহের বিষয়বস্তু সংক্ষেপে বলুন (৩ মিনিট)

  • গান ৩ এবং প্রার্থনা