সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

ফেব্রুয়ারি ২৯-মার্চ ৬

ইষ্টের ১-৫

ফেব্রুয়ারি ২৯-মার্চ ৬
  • গান ৩ এবং প্রার্থনা

  • সভাপতির মন্তব্য (৩ মিনিট বা এর চেয়ে কম)

ঈশ্বরের বাক্যের গুপ্তধন

ক্ষেত্রের পরিচর্যায় ব্যবহার করার প্রচেষ্টা করুন

  • প্রথম সাক্ষাৎ: (২ মিনিট বা এর চেয়ে কম) ঈশ্বরের কথা শুনুন ব্রোশারটা তুলে ধরুন। পুনর্সাক্ষাতের জন্য ভিত্তিস্থাপন করুন।

  • পুনর্সাক্ষাৎ: (৪ মিনিট বা এর চেয়ে কম) যে-ব্যক্তি ঈশ্বরের কথা শুনুন ব্রোশারটা নিয়েছেন, তার সঙ্গে কীভাবে পুনর্সাক্ষাৎ করা যায়, সেটার নমুনা তুলে ধরুন এবং ২-৩ পৃষ্ঠা আলোচনা করুন। পরের সাক্ষাতের জন্য ভিত্তিস্থাপন করুন।

  • বাইবেল অধ্যয়ন: (৬ মিনিট বা এর চেয়ে কম) গৃহকর্তা যদি প্রথম সাক্ষাতে ঈশ্বরের কথা শুনুন ব্রোশারটা নিয়ে থাকেন, তা হলে তাকে ঈশ্বরের কথা শুনুন এবং চিরকাল বেঁচে থাকুন ব্রোশারের ৪-৫ পৃষ্ঠা ব্যবহার করে দেখান যে, কীভাবে বাইবেল অধ্যয়ন করা যায়। (রাজ্যের পরিচর্যা ৭/১২ ৩ অনু. ৪)

খ্রিস্টীয় জীবনযাপন

  • গান ৩৮

  • স্থানীয় প্রয়োজন: (১০ মিনিট)

  • নতুন সভার ব্যবস্থা ও অধ্যয়ন পুস্তিকা থেকে আপনি কীভাবে উপকৃত হচ্ছেন?: (৫ মিনিট) আলোচনা। এই নতুন সভা থেকে ভাই-বোনেরা কীভাবে উপকৃত হয়েছে, সেই সম্বন্ধে মন্তব্য করার জন্য তাদের আমন্ত্রণ জানান। সবাইকে প্রস্তুতি নেওয়ার জন্য উৎসাহিত করুন, যাতে তারা সভা থেকে পূর্ণ উপকার লাভ করতে পারে।

  • মণ্ডলীর বাইবেল অধ্যয়ন: ঈশ্বরের প্রেম’ অধ্যায় ১১ অনু. ২০-২২, ১৪৯ পৃষ্ঠায় দেওয়া বাক্স (৩০ মিনিট)

  • সভার বিষয়বস্তু পুনরালোচনা করুন এবং পরের সপ্তাহের বিষয়বস্তু সংক্ষেপে বলুন (৩ মিনিট)

  • গান ১৪৯ (৫০) এবং প্রার্থনা