সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

ঈশ্বরের বাক্যের গুপ্তধন | ইষ্টের ১-৫

ইষ্টের ঈশ্বরের লোকেদের পক্ষে দৃঢ় অবস্থান নেন

ইষ্টের ঈশ্বরের লোকেদের পক্ষে দৃঢ় অবস্থান নেন

ইষ্টের ঈশ্বরের লোকেদের রক্ষা করার সময় অসাধারণ বিশ্বাস ও সাহস দেখান

  • রাজার আহ্বান ছাড়া তার সামনে যাওয়ার অর্থ হতে পারত মৃত্যু। ৩০ দিন ধরে ইষ্টেরকে রাজা আমন্ত্রণ জানাননি

  • রাজা অহশ্বেরশ, যিনি জার্কসিজ ১ম হিসেবে পরিচিত, তিনি প্রচণ্ড ক্রোধী ছিলেন। একবার তিনি একজন ব্যক্তিকে দু-টুকরো করে টাঙিয়ে রাখতে বলেন, যাতে এটা দেখে অন্যেরা সাবাধান হয়ে যায়। এ ছাড়া, বষ্টী রানি যখন তার অবাধ্য হন, তখন তিনি রানিকে তার পদ থেকে সরিয়ে দেন

  • ইষ্টেরকে দেখাতে হয়, তিনি একজন যিহুদি। আর রাজার কাছে প্রমাণ দিতে হয় যে, তার একজন নির্ভরযোগ্য উপদেশক রাজার সঙ্গে প্রতারণা করেছেন