সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

নমুনা হিসেবে দেওয়া উপস্থাপনা

নমুনা হিসেবে দেওয়া উপস্থাপনা

মৃত ব্যক্তিরা কি সত্যিই আবার জীবিত হতে পারে? (T-35 ট্র্যাক্ট)

প্রশ্ন: আমরা সবাই মৃত্যুকে ভয় পাই। আমরা আমাদের প্রিয়জনদের সঙ্গে বেঁচে থাকতে চাই। আপনি কি এমন এক সময়ের কথা কল্পনা করতে পারেন, যখন আমরা মৃত্যুকে আর ভয় পাব না?

শাস্ত্রপদ: যোহন ৫:২৮, ২৯

অর্পণ: এই ট্র্যাক্টে সেই ব্যক্তির প্রতিজ্ঞা সম্বন্ধে উল্লেখ করা হয়েছে, যিনি আমাদের জীবন ও শ্বাস দিয়েছেন। তিনি হলেন আমাদের সৃষ্টিকর্তা আর তিনি একজন মৃত ব্যক্তিকে জীবন ফিরিয়ে দিতে পারেন। [এ ছাড়া, গৃহকর্তা যদি ইন্টারনেট ব্যবহার করেন, তা হলে jw.org ওয়েবসাইট থেকে ২০১৬ সালের প্রহরীদুর্গ জনসাধারণের সংস্করণের নং ৩ পত্রিকা দেখান।]

 

সত্য সম্বন্ধে শিক্ষা দিন

প্রশ্ন: কী একটা বিয়েকে সুখী করতে পারে?

শাস্ত্রপদ: ইফি ৫:৩৩

সত্য: একটা বিয়েতে যখন প্রেম ও সম্মান থাকে, তখন তা সফল হয়। [এ ছাড়া, গৃহকর্তা যদি ইন্টারনেট ব্যবহার করেন, তা হলে jw.org ওয়েবসাইট থেকে আপনার পরিবার সুখী হতে পারে শিরোনামের ব্রোশার দেখান।]

 

আপনি কি সত্য জানতে চান? (kt ট্র্যাক্ট)

প্রশ্ন: আমরা যখন অসংখ্য সমস্যার কারণে চাপের মধ্যে থাকি, তখন বেশিরভাগ সময়ই সান্ত্বনা খুঁজে পাওয়ার জন্য আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি। আপনি কী মনে করেন, ঈশ্বর কি সমস্ত প্রার্থনা শোনেন?

শাস্ত্রপদ: ১ যোহন ৫:১৪

অর্পণ: এই ট্র্যাক্টে ব্যাখ্যা করা হয়েছে, আমাদের প্রার্থনা যে ঈশ্বর শুনবেন সেই বিষয়ে আমরা কীভাবে নিশ্চিত হতে পারি। [গৃহকর্তা যদি আগ্রহী হন, তা হলে কেন বাইবেল অধয়ন করবেন? শিরোনামের ভিডিও দেখান।]

নিজের ভাষায় উপস্থাপনা তৈরি করুন

আগের উদাহরণগুলোতে দেওয়া পদ্ধতি ব্যবহার করে নিজের ভাষায় ক্ষেত্রের পরিচর্যার উপস্থাপনা তৈরি করুন।