সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

ঈশ্বরের বাক্যের গুপ্তধন | যিশাইয় ৫২-৫৭

খ্রিস্ট আমাদের জন্য কষ্টভোগ করেছিলেন

খ্রিস্ট আমাদের জন্য কষ্টভোগ করেছিলেন

“তিনি অবজ্ঞাত ও মনুষ্যদের ত্যাজ্য . . . হইলেন; . . . আমরা মনে করিলাম, তিনি আহত, ঈশ্বরকর্ত্তৃক প্রহারিত ও দুঃখার্ত্ত”

৫৩:৩-৫

  • যিশু অবজ্ঞাত হয়েছিলেন এবং ঈশ্বরনিন্দার অভিযোগে অভিযুক্ত হয়েছিলেন। কেউ কেউ মনে করে, ঈশ্বর তাকে শাস্তি দিচ্ছিলেন

“তাঁহাকে চূর্ণ করিতে সদাপ্রভুরই মনোরথ ছিল; . . . তাঁহার হস্তে সদাপ্রভুর মনোরথ সিদ্ধ হইবে”

৫৩:১০

  • যিহোবা যখন তাঁর পুত্রকে মৃত্যুদণ্ড পেতে দেখেছিলেন, তখন নিশ্চিতভাবেই তিনি কষ্ট পেয়েছিলেন। কিন্তু তিনি যিশুর সম্পূর্ণ বিশ্বস্ততা দেখে আনন্দিত হয়েছিলেন। যিশুর মৃত্যু ঈশ্বরের দাসদের আনুগত্যের বিষয়ে শয়তানের প্রতিদ্বন্দ্বিতার উত্তর জুগিয়েছিল এবং অনুতপ্ত মানুষদের জন্য উপকার নিয়ে এসেছিল। তাই, যিশুর মৃত্যু ‘সদাপ্রভুর মনোরথ’ বা ইচ্ছা পরিপূর্ণ হওয়ার ক্ষেত্রে সাহায্য করেছিল