সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

ফেব্রুয়ারি ২০-২৬

যিশাইয় ৫৮-৬২

ফেব্রুয়ারি ২০-২৬
  • গান ১৮ এবং প্রার্থনা

  • সভাপতির মন্তব্য (৩ মিনিট বা এর চেয়ে কম)

ঈশ্বরের বাক্যের গুপ্তধন

  • সদাপ্রভুর প্রসন্নতার বৎসর ঘোষণা করুন”: (১০ মিনিট)

    • যিশা ৬১:১, ২—‘সদাপ্রভুর প্রসন্নতার বৎসর ঘোষণা করিবার’ জন্য যিশুকে অভিষেক করা হয়েছিল (যিশাইয়ের ভবিষ্যদ্‌বাণী-৩২২ অনু. ৪, ইংরেজি)

    • যিশা ৬১:৩, ৪—যিহোবা তাঁর কাজ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য “ধার্ম্মিকতা-বৃক্ষ” জুগিয়ে দেন (যিশাইয়ের ভবিষ্যদ্‌বাণী-৩২৬-৩২৭ অনু. ১৩-১৫)

    • যিশা ৬১:৫, ৬—“বিজাতি-সন্তানেরা” বা বিদেশিরা সর্বকালের সর্ববৃহৎ প্রচার অভিযানে ‘সদাপ্রভুর যাজকের’ সঙ্গে সহযোগিতা করে (প্রহরীদুর্গ ১২ ১২/১৫ ২৫ অনু. ৫-৬)

  • আধ্যাত্মিক রত্ন খুঁজে বের করুন: (৮ মিনিট)

    • যিশা ৬০:১৭—কোন কোন উপায়ে যিহোবা তাঁর এই প্রতিজ্ঞা শেষকালে পরিপূর্ণ করছেন? (প্রহরীদুর্গ ১৫ ৭/১৫ ৯-১০ অনু. ১৪-১৭)

    • যিশা ৬১:৮, ৯—“চিরস্থায়ী এক নিয়ম” বা চুক্তি কী আর “বংশ” কারা? (প্রহরীদুর্গ ০৭ ১/১৫ ১১ অনু. ৫)

    • এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে যিহোবা সম্বন্ধে আমি কী শিখেছি?

    • এই সপ্তাহের বাইবেল পাঠের কোন বিষয়গুলো আমি ক্ষেত্রের পরিচর্যায় ব্যবহার করতে পারি?

  • বাইবেল পাঠ: (৪ মিনিট বা এর চেয়ে কম) যিশা ৬২:১-১২

ক্ষেত্রের পরিচর্যায় ব্যবহার করার প্রচেষ্টা করুন

খ্রিস্টীয় জীবনযাপন