খ্রিস্টীয় জীবনযাপন
বাইবেলভিত্তিক প্রকাশনা বিজ্ঞতার সঙ্গে ব্যবহার করুন
যিশু শিক্ষা দিয়েছিলেন: “তোমরা বিনামূল্যে পাইয়াছ, বিনামূল্যেই দান করিও।” (মথি ১০:৮) বাইবেল অথবা আমাদের বাইবেলভিত্তিক প্রকাশনার জন্য মূল্য না নিয়ে আমরা এই স্পষ্ট নির্দেশনা মেনে চলি। (২করি ২:১৭) তবে, এই প্রকাশনাগুলোতে ঈশ্বরের বাক্যের মূল্যবান সত্য রয়েছে। এসব প্রকাশনা ছাপানোর জন্য ও বিশ্বজুড়ে মণ্ডলীগুলোতে পাঠানোর জন্য প্রচুর প্রচেষ্টা ও খরচ করা হয়। তাই, আমাদের শুধু নিজেদের প্রয়োজন অনুযায়ী প্রকাশনা নেওয়া উচিত।
অন্যদের প্রকাশনা দেওয়ার সময়, এমনকী ট্রলি অথবা টেবিল ব্যবহার করে জনসাধারণ্যে সাক্ষ্যদান করার সময়ও, বিচক্ষণতা ব্যবহার করুন। (মথি ৭:৬) পথচারীদের হাতে শুধু প্রকাশনা তুলে দেওয়ার পরিবর্তে, তাদের আগ্রহ বোঝার জন্য তাদের সঙ্গে কথা বলার প্রচেষ্টা করুন। অবশ্য, কেউ যখন নির্দিষ্ট কোনো প্রকাশনা চায়, তখন আমরা আনন্দের সঙ্গে তাকে একটা কপি দেব।—হিতো ৩:২৭, ২৮.