সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

ঈশ্বরের বাক্যের গুপ্তধন | যিশাইয় ৫৮-৬২

‘সদাপ্রভুর প্রসন্নতার বৎসর ঘোষণা করুন’

‘সদাপ্রভুর প্রসন্নতার বৎসর ঘোষণা করুন’

“সদাপ্রভুর প্রসন্নতার বৎসর” কোনো আক্ষরিক বছর নয়

৬১:১, ২

  • এটা হচ্ছে এক সময়কাল, যে-সময়কালে যিহোবা মৃদুশীল ব্যক্তিদের তাঁর স্বাধীনতার ঘোষণার প্রতি সাড়া দেওয়ার সুযোগ দেন

  • প্রথম শতাব্দীতে, প্রসন্নতার বছর শুরু হয়েছিল ২৯ খ্রিস্টাব্দে, যখন যিশু তাঁর পরিচর্যা শুরু করেছিলেন আর এটা ৭০ খ্রিস্টাব্দে যিহোবার “প্রতিশোধের দিন” পর্যন্ত স্থায়ী হয়েছিল, যখন যিরূশালেম ধ্বংস হয়েছিল

  • আমাদের দিনে, প্রসন্নতার বছর শুরু হয়েছে ১৯১৪ সালে, যখন যিশু স্বর্গীয় সিংহাসনে অধিষ্ঠিত হয়েছেন আর এটা শেষ হবে মহাক্লেশের সময়ে

যিহোবা তাঁর লোকেদের “ধার্ম্মিকতা-বৃক্ষ” দিয়ে আশীর্বাদ করেন

৬১:৩, ৪

  • এই পদে ‘বৃক্ষ’ হিসেবে অনুবাদিত ইব্রীয় শব্দটা দীর্ঘাকার ও দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকা গাছকে নির্দেশ করে

  • বিশ্বের সবচেয়ে দীর্ঘাকার গাছগুলো বনজঙ্গলে সাধারণত একত্রে বেড়ে ওঠে, যেখানে প্রতিটা গাছ একটা অন্যটাকে সাহায্য করে

  • এগুলোর বিস্তৃত শিকড় হয়তো একটা অন্যটার সঙ্গে জড়িয়ে যায়, যার ফলে গাছগুলো দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকে এবং ঝড়ের সময়ও টিকে থাকে

  • দীর্ঘাকার গাছগুলো আশেপাশে থাকা চারাগাছের উপর ছায়া দান করে এবং গাছ থেকে ঝরে পড়া পাতা নীচের মাটিকে উর্বর করে

“ধার্ম্মিকতা-বৃক্ষ” অর্থাৎ পৃথিবীতে বেঁচে থাকা অভিষিক্ত ব্যক্তিদের কাছ থেকে সমর্থন ও সুরক্ষা লাভ করে বিশ্বব্যাপী খ্রিস্টীয় মণ্ডলীর সকল সদস্য উপকৃত হয়