সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

খ্রিস্টীয় জীবনযাপন

প্রত্যাশায় আনন্দ করুন

প্রত্যাশায় আনন্দ করুন

প্রত্যাশা হল লঙ্গর বা নোঙরের মতো। (ইব্রীয় ৬:১৯) এটা উত্তাল সমুদ্রে আমাদের আধ্যাত্মিক নৌকাভঙ্গ এড়াতে সাহায্য করে। (১তীম. ১:১৮, ১৯) এই উত্তাল সমুদ্রের অন্তর্ভুক্ত হতে পারে, নিজের ভুলের কারণে হতাশা, বস্তুগত সম্পদ হারানো, দীর্ঘস্থায়ী অসুস্থতা, প্রিয়জনের মৃত্যু অথবা আমাদের নীতিনিষ্ঠা বজায় রাখার ক্ষেত্রে অন্য যেকোনো হুমকি।

বিশ্বাস ও প্রত্যাশা আমাদের প্রতিজ্ঞাত পুরস্কার স্পষ্টভাবে দেখতে সাহায্য করে। (২করি ৪:১৬-১৮; ইব্রীয় ১১:১৩, ২৬, ২৭) তাই, আমাদের প্রত্যাশা স্বর্গে অথবা পৃথিবীতে যেখানেই হোক না কেন, আমাদের অবশ্যই ঈশ্বরের বাক্যে উল্লেখিত প্রতিজ্ঞাগুলো নিয়ে ধ্যান করার মাধ্যমে সেই প্রত্যাশাকে সবসময় উজ্জ্বল রাখতে হবে। তা হলে, আমরা যখন পরীক্ষার কারণে দুর্দশা ভোগ করি, তখনও আমাদের পক্ষে আনন্দ বজায় রাখা আরও সহজ হবে।—১পিতর ১:৬, ৭.

প্রত্যাশায় আনন্দ করুন শিরোনামের ভিডিওটা দেখুন আর এরপর এই প্রশ্নগুলোর উত্তর দিন:

  • কেন মোশি অনুকরণ করার মতো এক উত্তম উদাহরণ?

  • পরিবারের মস্তকদের কোন দায়িত্ব রয়েছে?

  • পারিবারিক উপাসনার প্রকল্প হিসেবে আপনি কোন বিষয়গুলো বিবেচনা করতে পারেন?

  • কীভাবে প্রত্যাশা আপনাকে আস্থার সঙ্গে বিভিন্ন পরীক্ষার মুখোমুখি হতে সাহায্য করতে পারে?

  • আপনি কোন বিষয়ের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন?