সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

ফেব্রুয়ারি ৬-১২

যিশাইয় ৪৭-৫১

ফেব্রুয়ারি ৬-১২
  • গান ৬ এবং প্রার্থনা

  • সভাপতির মন্তব্য (৩ মিনিট বা এর চেয়ে কম)

ঈশ্বরের বাক্যের গুপ্তধন

  • যিহোবার বাধ্য হওয়া আশীর্বাদ নিয়ে আসে”: (১০ মিনিট)

    • যিশা ৪৮:১৭—সত্য উপাসনার ভিত্তি হচ্ছে ঈশ্বরের নির্দেশনার প্রতি বাধ্যতা (যিশাইয়ের ভবিষ্যদ্‌বাণী-১৩১ অনু. ১৮, ইংরেজি)

    • যিশা ৪৮:১৮—যিহোবা আমাদের ভালোবাসেন এবং চান যেন আমরা জীবন উপভোগ করি (যিশাইয়ের ভবিষ্যদ্‌বাণী-১৩১ অনু. ১৯)

    • যিশা ৪৮:১৯—বাধ্যতা অনন্ত আশীর্বাদ নিয়ে আসে (যিশাইয়ের ভবিষ্যদ্‌বাণী-১৩২ অনু. ২০-২১)

  • আধ্যাত্মিক রত্ন খুঁজে বের করুন: (৮ মিনিট)

    • যিশা ৪৯:৬—কীভাবে মশীহ “জাতিগণের দীপ্তিস্বরূপ,” এমনকী যদিও তাঁর পার্থিব পরিচর্যা শুধু ইস্রায়েলীয়দের মধ্যে সীমিত ছিল? (প্রহরীদুর্গ ০৭ ১/১৫ ৯ অনু. ৮)

    • যিশা ৫০:১—কেন যিহোবা ইস্রায়েলীয়দের জিজ্ঞেস করেছিলেন: “আমি যে পত্র দ্বারা তোমাদের মাতাকে ত্যাগ করিয়াছি, তাহার সেই ত্যাগপত্র কোথায়?” (অন্তর্দৃষ্টি-১ ৬৪৩ অনু. ৪-৫, ইংরেজি)

    • এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে যিহোবা সম্বন্ধে আমি কী শিখেছি?

    • এই সপ্তাহের বাইবেল পাঠের কোন বিষয়গুলো আমি ক্ষেত্রের পরিচর্যায় ব্যবহার করতে পারি?

  • বাইবেল পাঠ: (৪ মিনিট বা এর চেয়ে কম) যিশা ৫১:১২-২৩

ক্ষেত্রের পরিচর্যায় ব্যবহার করার প্রচেষ্টা করুন

খ্রিস্টীয় জীবনযাপন

  • গান ১১

  • স্থানীয় প্রয়োজন: (৭ মিনিট) যদি চান, তা হলে বর্ষপুস্তক (ইংরেজি) থেকে যে-শিক্ষাগুলো লাভ করা যায়, সেগুলো আলোচনা করতে পারেন। (বর্ষপুস্তক ১৬ ১৪৪-১৪৫, ইংরেজি)

  • যিহোবার বন্ধু হও—যিহোবার বাধ্য হও: (৮ মিনিট) আলোচনা। শুরুতে যিহোবার বন্ধু হওযিহোবার বাধ্য হও শিরোনামের ভিডিওটা দেখান। এরপর এই প্রশ্নগুলো বিবেচনা করুন: যিহোবার বাধ্য হওয়ার পিছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণটা কী? (হিতো ২৭:১১) কোন কোন ক্ষেত্রে সন্তানদের অবশ্যই যিহোবার বাধ্য হতে হবে? কোন কোন ক্ষেত্রে প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের অবশ্যই যিহোবার বাধ্য হতে হবে?

  • মণ্ডলীর বাইবেল অধ্যয়ন: (৩০ মিনিট) অনুকরণ করুন অধ্যায় ১৫ অনু. ১৫-২৬, ১৩৪ পৃষ্ঠায় দেওয়া পুনরালোচনার বাক্স

  • সভার বিষয়বস্তু পুনরালোচনা করুন এবং পরের সপ্তাহের বিষয়বস্তু সংক্ষেপে বলুন (৩ মিনিট)

  • গান ৪৩ এবং প্রার্থনা