কাম্বোডিয়াতে সত্য শিক্ষা দেওয়া হচ্ছে

আমাদের খ্রিস্টীয় জীবন ও পরিচর্যা--সভার জন্য অধ্যয়ন পুস্তিকা ফেব্রুয়ারি ২০১৮

কথোপকথনের নমুনা

এই প্রশ্নগুলোর উপর ভিত্তি করে কথোপকথন: পারিবারিক সমস্যা সমাধানের জন্য আমরা কোথায় নির্দেশনা খুঁজে পেতে পারি? ঈশ্বরের কাছ থেকে পাওয়া জ্ঞান কি বিজ্ঞানের এই যুগে আমাদের সাহায্য করতে পারে? বাইবেলের পরামর্শ কি আমাদের জীবনে ব্যবহার করা যায়?

ঈশ্বরের বাক্যের গুপ্তধন

গম ও শ্যামাঘাসের দৃষ্টান্ত

যিশু তাঁর গম ও শ্যামাঘাসের দৃষ্টান্তে কোন বিষয়টা বর্ণনা করছেন? বীজবাপক, শত্রু ও ছেদকেরা কাদের চিত্রিত করে?

খ্রিস্টীয় জীবনযাপন

রাজ্য সম্বন্ধে বিভিন্ন দৃষ্টান্ত এবং আমাদের জন্য সেগুলোর অর্থ

যিশু গভীর আধ্যাত্মিক বিষয় শিক্ষা দেওয়ার জন্য সহজসরল দৃষ্টান্ত ব্যবহার করেছিলেন। মথি ১৩ অধ্যায় থেকে আমরা আর কোন শিক্ষা লাভ করতে পারি?

ঈশ্বরের বাক্যের গুপ্তধন

অল্পসংখ্যক লোকের দ্বারা অনেক লোককে খাদ্য জোগানো

যিশু তাঁর শিষ্যদের বহুসংখ্যক লোককে খাদ্য প্রদান করার জন্য নির্দেশ দিয়েছিলেন, যদিও শিষ্যদের কাছে কেবল পাঁচটা রুটি ও দুটো মাছ ছিল। কী ঘটেছিল আর এটা আমাদের জন্য কী অর্থ রাখে?

খ্রিস্টীয় জীবনযাপন

“তুমি আপন পিতাকে ও আপন মাতাকে সমাদর করিও”

যিশু এই আজ্ঞা মেনে চলার জন্য জোরালো পরামর্শ দিয়েছিলেন: “তুমি আপন পিতাকে ও আপন মাতাকে সমাদর করিও” বাবা-মাকে সমাদর করার জন্য আমাদের কি বয়সের কোনো সীমা নির্ধারণ করা আছে?

ঈশ্বরের বাক্যের গুপ্তধন

আপনি কার মতো করে চিন্তা করছেন?

ঈশ্বরের ইচ্ছা দ্বারা পরিচালিত হওয়ার জন্য আমাদের কী করতে হবে? যিশু এমন তিনটে বিষয় শনাক্ত করেছিলেন, যেগুলো ভুল চিন্তাভাবনা এড়িয়ে চলতে আমাদের সাহায্য করবে।

খ্রিস্টীয় জীবনযাপন

পরিচর্যায় আমাদের দক্ষতা বাড়ানো​—⁠কার্যকরী উপায়ে প্রশ্ন ব্যবহার করে

যিশু তাঁর শ্রোতাদের বিভিন্ন শিক্ষা প্রদান করার জন্য কার্যকরী উপায়ে প্রশ্ন ব্যবহার করেছিলেন। কীভাবে আমরা পরিচর্যায় তাঁর শিক্ষা দেওয়ার দক্ষতা অনুকরণ করতে পারি?

ঈশ্বরের বাক্যের গুপ্তধন

নিজের ও অন্যদের বিঘ্নের কারণ না হওয়ার ব্যাপারে সতর্ক থাকুন

নিজে বিঘ্ন পাওয়া অথবা অন্যদের জন্য বিঘ্নের কারণ হওয়া যে কতটা গুরুতর বিষয়, তা শিক্ষা দেওয়ার জন্য যিশু বিভিন্ন দৃষ্টান্ত ব্যবহার করেছিলেন। কোন বিষয়টা আপনার জীবনে বিঘ্নের কারণ হতে পারে?