সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

ঈশ্বরের বাক্যের গুপ্তধন | মথি ১৬-১৭

আপনি কার মতো করে চিন্তা করছেন?

আপনি কার মতো করে চিন্তা করছেন?

১৬:২১-২৩

  • নিঃসন্দেহে পিতর ভালো উদ্দেশ্য নিয়েই মন্তব্য করেছিলেন, কিন্তু যিশু দ্রুত পিতরের ভুল চিন্তাভাবনা সংশোধন করেছিলেন

  • যিশু জানতেন, তখন ‘ইহা হইতে দূরে থাকিবার [‘নিজের প্রতি সদয় হওয়ার’ NW]’ সময় নয়। এই চরম মুহূর্তে যিশু যদি জেগে না থাকতেন, তা হলে শয়তান খুশি হতো

১৬:২৪

যিশু এমন তিনটে বিষয় শনাক্ত করেছিলেন, যেগুলো ঈশ্বরের ইচ্ছা দ্বারা পরিচালিত হওয়ার জন্য আমাদের অবশ্যই করতে হবে। প্রত্যেকটা বিষয়ের সঙ্গে কী জড়িত?

  • নিজেকে অস্বীকার করা

  • নিজের “ক্রুশ [‘যাতনাদণ্ড,’ NW]” তুলে নেওয়া

  • যিশুর পশ্চাদ্‌গমন বা যিশুকে অনুসরণ করা