সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

ফেব্রুয়ারি ২৬–মার্চ ৪

মথি ১৮-১৯

ফেব্রুয়ারি ২৬–মার্চ ৪
  • গান ৫২ এবং প্রার্থনা

  • সভাপতির মন্তব্য (৩ মিনিট বা এর চেয়ে কম)

ঈশ্বরের বাক্যের গুপ্তধন

  • নিজের ও অন্যদের বিঘ্নের কারণ না হওয়ার ব্যাপারে সতর্ক থাকুন”: (১০ মিনিট)

    • মথি ১৮:৬, ৭—আমরা কখনো অন্যদের জন্য বিঘ্নের কারণ হব না (“গাধা দিয়ে ঘোরানো হয় এমন একটা জাঁতা,” “বিঘ্নজনক বস্তু” nwtsty স্টাডি নোট“জাঁতা,” “উপরের জাঁতা ও নীচের জাঁতা” মিডিয়া—মথি ১৮:৬, ৭)

    • মথি ১৮:৮, ৯—আমাদের এমন যেকোনো কিছু এড়িয়ে চলতে হবে, যা আমাদের জন্য বিঘ্নের কারণ হতে পারে (nwtsty স্টাডি নোট—মথি ১৮:৯ ও শব্দকোষের অধীনে “গিহেন্না”)

    • মথি ১৮:১০—আমরা অন্যদের জন্য বিঘ্নের কারণ হয়েছি কি না, তা যিহোবা জানতে পারেন (“আমার পিতার মুখ দেখে” nwtsty স্টাডি নোট—মথি ১৮:১০; প্রহরীদুর্গ ১১ এপ্রিল-জুন পৃষ্ঠা ২৪)

  • আধ্যাত্মিক রত্ন খুঁজে বের করুন: (৮ মিনিট)

    • মথি ১৮:২১, ২২—আমরা আমাদের ভাই-বোনদের কত বার ক্ষমা করতে ইচ্ছুক হব? (“৭৭ বার” nwtsty স্টাডি নোট—মথি ১৮:২২)

    • মথি ১৯:৭—‘ত্যাগপত্রের’ উদ্দেশ্য কী ছিল? (“ত্যাগপত্র” nwtsty স্টাডি নোট“বিবাহবিচ্ছেদপত্র” মিডিয়া—মথি ১৯:৭)

    • এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে যিহোবা সম্বন্ধে আপনি কী শিখেছেন?

    • এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে আপনি আর কোন আধ্যাত্মিক রত্ন খুঁজে পেয়েছেন?

  • বাইবেল পাঠ: (৪ মিনিট বা এর চেয়ে কম) মথি ১৮:১৮-৩৫

ক্ষেত্রের পরিচর্যায় ব্যবহার করার প্রচেষ্টা করুন

  • দ্বিতীয় পুনর্সাক্ষাৎ: (৩ মিনিট বা এর চেয়ে কম) কথোপকথনের নমুনা ব্যবহার করুন।

  • তৃতীয় পুনর্সাক্ষাৎ: (৩ মিনিট বা এর চেয়ে কম) নিজে শাস্ত্রপদ বাছাই করুন এবং বাইবেল অধ্যয়ন শুরু করা যায় এমন কোনো প্রকাশনা অর্পণ করুন।

  • বাইবেল অধ্যয়ন: (৬ মিনিট বা এর চেয়ে কম) বাইবেল শিক্ষা দেয় (bh) বইয়ের অধ্যায় ২ অনু. ১৮-২০—কীভাবে ছাত্রের হৃদয়ে পৌঁছানো যায়, তা তুলে ধরুন।

খ্রিস্টীয় জীবনযাপন

  • গান ৫৩

  • কখনো ব্যাঘাত জন্মানোর কারণ হবেন না  (২করি ৬:৩): (৯ মিনিট) ভিডিওটা দেখান।

  • স্মরণার্থ সভার অভিযান ৩ মার্চ শুরু হবে: (৬ মিনিট) ২০১৬ সালের ফেব্রুয়ারি মাসের জীবন ও পরিচর্যা সভার জন্য অধ্যয়ন পুস্তিকা-র ৮ পৃষ্ঠার উপর ভিত্তি করে বক্তৃতা। উপস্থিত সকলকে একটা করে স্মরণার্থ সভার আমন্ত্রণপত্র দিন এবং এটার বিষয়বস্তু সংক্ষেপে আলোচনা করুন। এই বিষয়ের উপর জোর দিন যে, ২০১৮ সালের ১৯ মার্চ থেকে যে-সপ্তাহ শুরু হবে, সেই সপ্তাহে জনসাধারণের উদ্দেশে বিশেষ বক্তৃতা দেওয়া হবে, যেটার শিরোনাম হল, “যিশু খ্রিস্ট আসলে কে?” এটা স্মরণার্থ সভার জন্য আগ্রহ বৃদ্ধি করবে। নির্ধারিত এলাকায় প্রচার সম্পন্ন করার জন্য স্থানীয়ভাবে যে-ব্যবস্থা করা হয়েছে, তা সংক্ষেপে বলুন।

  • মণ্ডলীর বাইবেল অধ্যয়ন: (৩০ মিনিট) যিহোবার নিকটবর্তী হোন অধ্যায় ১৩ অনু. ১১-১৮

  • সভার বিষয়বস্তু পুনরালোচনা করুন এবং পরের সপ্তাহের বিষয়বস্তু সংক্ষেপে বলুন (৩ মিনিট)

  • গান ৯ এবং প্রার্থনা