নিজের ও অন্যদের বিঘ্নের কারণ না হওয়ার ব্যাপারে সতর্ক থাকুন
নিজে বিঘ্ন পাওয়া অথবা অন্যদের জন্য বিঘ্নের কারণ হওয়া যে কতটা গুরুতর বিষয়, তা শিক্ষা দেওয়ার জন্য যিশু বিভিন্ন দৃষ্টান্ত ব্যবহার করেছিলেন।
-
“বিঘ্ন [“বিঘ্নজনক বস্তু,” NW]” বলতে এমন কোনো কাজ অথবা পরিস্থিতিকে বোঝায়, যা একজন ব্যক্তিকে অনুপযুক্ত জীবনধারা অনুসরণ করতে, নৈতিকভাবে হোঁচট খেতে বা পড়ে যেতে কিংবা পাপ করতে প্ররোচিত করে
-
একজন ব্যক্তি যদি কারো বিঘ্ন জন্মায় বা বিঘ্নের কারণ হয়, তা হলে তার গলায় একটা জাঁতা বেঁধে সমুদ্রে ডুবে যাওয়া তার পক্ষে আরও ভালো
-
যিশু তাঁর অনুসারীদের এমনকী হাত অথবা চোখের মতো মূল্যবান কোনো কিছুও সরিয়ে ফেলার পরামর্শ দিয়েছিলেন, যদি সেটা তাদের জন্য বিঘ্নের কারণ হয়ে পড়ে
-
এই ধরনের অতি মূল্যবান কোনো কিছু আঁকড়ে ধরে রেখে চিরধ্বংসের প্রতীক “নরকে [“গিহেন্নাতে,” NW]” যাওয়ার চেয়ে, তা ত্যাগ করে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করা আরও ভালো
কোন বিষয়টা আমার জীবনে বিঘ্নের কারণ হতে পারে আর কীভাবে আমি নিজের ও অন্যদের বিঘ্নের কারণ হওয়া এড়াতে পারি?