সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

ঈশ্বরের বাক্যের গুপ্তধন | মথি ১২-১৩

গম ও শ্যামাঘাসের দৃষ্টান্ত

গম ও শ্যামাঘাসের দৃষ্টান্ত

যিশু কীভাবে ও কখন মানবজাতির মধ্য থেকে অভিষিক্ত খ্রিস্টানদের নিয়ে গঠিত গম শ্রেণিকে বাছাই ও সংগ্রহ করবেন, তা তুলে ধরার জন্য তিনি গম ও শ্যামাঘাসের দৃষ্টান্ত ব্যবহার করেছিলেন আর এই ঘটনা শুরু হয়েছিল ৩৩ খ্রিস্টাব্দে।

১৩:২৪

‘এক ব্যক্তি আপন ক্ষেত্রে ভাল বীজ বপন করিলেন’

  • বীজবাপক: যিশু খ্রিস্ট

  • ভালো বীজ বপন করা: পবিত্র আত্মার মাধ্যমে যিশুর শিষ্যদের অভিষিক্ত করা

  • ক্ষেত্র: মানবজাতির জগৎ

১৩:২৫

‘লোকে নিদ্রা গেলে পর তাঁহার শত্রু আসিয়া ঐ গোমের মধ্যে শ্যামাঘাসের বীজ বপন করিল’

  • শত্রু: দিয়াবল

  • লোকে নিদ্রা যায়: প্রেরিতদের মৃত্যু

১৩:৩০

“শস্যচ্ছেদনের সময় পর্য্যন্ত উভয়কে একত্র বাড়িতে দেও”

  • গম: অভিষিক্ত খ্রিস্টানরা

  • শ্যামাঘাস: নকল খ্রিস্টানরা

“তোমরা প্রথমে শ্যামাঘাস সংগ্রহ করিয়া . . . রাখ, কিন্তু গোম আমার গোলায় সংগ্রহ কর”

  • দাসেরা/ছেদকেরা: স্বর্গদূতেরা

  • শ্যামাঘাস সংগ্রহ করা: অভিষিক্ত খ্রিস্টানদের মধ্য থেকে নকল খ্রিস্টানদের আলাদা করা

  • গোলায় সংগ্রহ করা: পুনর্স্থাপিত মণ্ডলীতে অভিষিক্ত খ্রিস্টানদের একত্রিত করা

যখন শস্যচ্ছেদনের সময় শুরু হয়েছিল, তখন কোন বিষয়টা নকল খ্রিস্টানদের থেকে অভিষিক্ত খ্রিস্টানদের পৃথক করেছিল?

এই দৃষ্টান্ত বোঝার মাধ্যমে আমি ব্যক্তিগতভাবে কীভাবে উপকৃত হতে পারি?