সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

খ্রিস্টীয় জীবনযাপন

ধৈর্য সহকারে অধীর আগ্রহে অপেক্ষা করে চলুন

ধৈর্য সহকারে অধীর আগ্রহে অপেক্ষা করে চলুন

ঈশ্বরের রাজ্য আসার জন্য আপনি কত সময় ধরে অপেক্ষা করে আছেন? আপনি কি কষ্টকর পরিস্থিতি সত্ত্বেও ধৈর্য সহকারে তা সহ্য করছেন? (রোমীয় ৮:২৫) কোনো কোনো খ্রিস্টান ঘৃণা, দুর্ব্যবহার, কারাদণ্ড ভোগ অথবা মৃত্যুর হুমকির মুখোমুখি হয়। অন্য অনেকে বিভিন্ন ধরনের পরীক্ষা, যেমন দীর্ঘস্থায়ী অসুস্থতা অথবা বার্ধক্যের মতো পরীক্ষার সঙ্গে মোকাবিলা করে।

কোন বিষয়টা যেকোনো পরীক্ষার মধ্যেও আমাদের অধীর আগ্রহে অপেক্ষা করার ক্ষেত্রে সাহায্য করতে পারে? আমাদের অবশ্যই প্রতিদিন বাইবেল পড়ার ও ধ্যান করার মাধ্যমে বিশ্বাসকে দৃঢ় করতে হবে। আমাদের অবশ্যই আমাদের আশার উপর মনোযোগ কেন্দ্রীভূত রাখতে হবে। (২করি ৪:১৬-১৮; ইব্রীয় ১২:২) আর আমাদের অবশ্যই প্রার্থনায় যিহোবার কাছে বিনতি করতে হবে ও তাঁর কাছে তাঁর পবিত্র আত্মার শক্তি চেয়ে অনুরোধ করতে হবে। (লূক ১১:১০, ১৩; ইব্রীয় ৫:৭) আমরা যেন “আনন্দের সহিত সম্পূর্ণ ধৈর্য্য ও সহিষ্ণুতা” প্রকাশ করতে পারি, সেইজন্য আমাদের প্রেমময় পিতা আমাদের সাহায্য করতে পারেন।—কল ১:১১.

‘ধৈর্য্যপূর্ব্বক দৌড়ান’—পুরস্কার লাভ করার বিষয়ে আস্থা রাখুন শিরোনামের ভিডিওটা দেখুন আর এরপর এই প্রশ্নগুলোর উত্তর দিন:

  • আমাদের জীবনে কোন ধরনের “দৈব” বা অপ্রত্যাশিত ঘটনা ঘটতে পারে? (উপ ৯:১১)

  • আমরা যখন বিভিন্ন পরীক্ষার মুখোমুখি হই, তখন প্রার্থনা কীভাবে আমাদের সাহায্য করে?

  • যিহোবার সেবায় আমরা যদি আগের মতো আর কাজ করতে না পারি, তা হলে কেন আমরা যা করতে পারি, সেটার উপর আমাদের মনোযোগ কেন্দ্রীভূত রাখতে হবে?

  • পুরস্কারের প্রতি দৃষ্টি রাখুন

    কী আপনাকে পুরস্কার লাভ করার বিষয়ে আস্থা বজায় রাখতে সাহায্য করতে পারে?