খ্রিস্টীয় জীবনযাপন
আপনি কি ঈশ্বরের অদৃশ্য গুণাবলি দেখতে পান?
আপনি যখন একটা রঙিন ফুল, তারাভরা আকাশ অথবা বিশাল জলপ্রপাত দেখেন, তখন আপনি কি চিন্তা করেন, কে এগুলো সৃষ্টি করেছেন? আমাদের চারপাশের সৃষ্টি যিহোবার অদৃশ্য গুণাবলি স্পষ্টভাবে প্রকাশ করে। (রোমীয় ১:২০) আমাদের চোখ দিয়ে আমরা যা-কিছু দেখি, সেগুলো নিয়ে গভীরভাবে চিন্তা করার জন্য যখন একটু থামি, তখন আমরা ঈশ্বরের শক্তি, প্রেম, প্রজ্ঞা ও ন্যায়বিচার আর সেইসঙ্গে তাঁর উদারতা দেখতে পাই।—গীত ১০৪:২৪.
আপনি প্রতিদিন যিহোবার যে-সমস্ত সৃজনশীল কাজ দেখতে পান, সেগুলোর মধ্যে কয়েকটা কী? এমনকী কোনো শহরে থাকলেও আপনি হয়তো পাখি অথবা গাছপালা দেখতে পান। যিহোবার সৃষ্টিগুলো গভীরভাবে লক্ষ করার মাধ্যমে আমরা আমাদের উদ্বিগ্নতা কমাতে পারি, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি মনোযোগ কেন্দ্রীভূত রাখতে পারি এবং অনন্তকাল ধরে আমাদের যত্ন নেওয়ার বিষয়ে যিহোবার ক্ষমতার উপর বিশ্বাস বৃদ্ধি করতে পারি। (মথি ৬:২৫-৩২) আপনার যদি সন্তান থাকে, তা হলে তাদের যিহোবার অতুলনীয় গুণাবলি দেখতে সাহায্য করুন। চারপাশের সৃষ্টিগুলোর প্রতি আমরা যতই আমাদের উপলব্ধি বৃদ্ধি করব, ততই আমরা সৃষ্টিকর্তার নিকটবর্তী হব।—গীত ৮:৩, ৪.
সৃষ্টির বিস্ময়গুলো ঈশ্বরের গৌরব সম্বন্ধে প্রকাশ করে—আলো ও রং শিরোনামের ভিডিওটা দেখুন আর এরপর এই প্রশ্নগুলোর উত্তর দিন:
-
কীভাবে রঞ্জক পদার্থ আমাদের বিভিন্ন রং দেখতে সমর্থ করে?
-
কোন কারণে রংধনুর মতো বর্ণোজ্জ্বল ছটা তৈরি হয়?
-
কেন আমরা আকাশে বিভিন্ন রং দেখতে পাই?
-
আপনার ঘরের কাছাকাছি আপনি সৃষ্টির মধ্যে কোন কোন আকর্ষণীয় রং দেখেছেন?
-
কেন আমাদের প্রাকৃতিক জগৎকে গভীরভাবে লক্ষ করার জন্য সময় করে নেওয়া উচিত?