সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

এপ্রিল ১২-১৮

গণনাপুস্তক ২০-২১

এপ্রিল ১২-১৮
  • গান ৩৫ এবং প্রার্থনা

  • সভাপতির শুরুর মন্তব্য (১ মিনিট)

ঈশ্বরের বাক্যের গুপ্তধন

  • চাপের মধ্যেও মৃদুতা বজায় রাখুন”: (১০ মিনিট)

  • আধ্যাত্মিক রত্ন: (১০ মিনিট)

    • গণনা ২০:২৩-২৭—হারোণকে যখন তার ভুলগুলো দেখিয়ে দেওয়া হয়েছিল, তখন তিনি কী করেছিলেন এবং তার ভুলগুলো সত্ত্বেও যিহোবা যেভাবে তাকে দেখেছিলেন, তা থেকে আমরা কী শিখতে পারি? (প্রহরীদুর্গ ১৪ ৬/১৫ ২৬ অনু. ১২)

    • এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে যিহোবা সম্বন্ধে, ক্ষেত্রের পরিচর্যা সম্বন্ধে কিংবা অন্য কোনো বিষয়ে আপনি কোন আধ্যাত্মিক রত্ন খুঁজে পেয়েছেন?

  • বাইবেল পাঠ: (৪ মিনিট) গণনা ২০:১-১৩ (শিক্ষা দেওয়া পাঠ ২)

ক্ষেত্রের পরিচর্যায় ব্যবহার করার প্রচেষ্টা করুন

খ্রিস্টীয় জীবনযাপন

  • গান ২১

  • অন্যেরা যেন আপনার কথার “দ্বারা শক্তি লাভ করতে পারে”: (৭ মিনিট) আলোচনা। ভিডিওটা দেখান। এরপর, শ্রোতাদের জিজ্ঞেস করুন: কীভাবে নেতিবাচক বা অভিযোগমূলক মন্তব্য অন্যদের প্রভাবিত করে? কী ভাইকে নিজের চিন্তাধারা রদবদল করতে সাহায্য করেছিল?

  • সঙ্গীসাথিদের চাপ থেকে নিজেকে রক্ষা করো!: (৮ মিনিট) আলোচনা। হোয়াইটবোর্ড অ্যানিমেশনটা দেখান। এরপর, শ্রোতাদের জিজ্ঞেস করুন: অনেকে কোন ধরনের চাপের মুখোমুখি হয়ে থাকে? যাত্রাপুস্তক ২৩:২ পদে কোন পরামর্শ রয়েছে? সঙ্গীসাথিদের চাপ কাটিয়ে উঠতে কোন চারটে পদক্ষেপ আমাদের সাহায্য করতে পারে?

  • মণ্ডলীর বাইবেল অধ্যয়ন: (৩০ মিনিট) পারিবারিক সুখ অধ্যায় ৫ অনু. ১৬-২১

  • সভাপতির শেষের মন্তব্য (৩ মিনিট)

  • গান ৬ এবং প্রার্থনা