ঈশ্বরের বাক্যের গুপ্তধন
চাপের মধ্যেও মৃদুতা বজায় রাখুন
মোশি যখন চাপের মধ্যে ছিলেন, তখন তার মৃদুতা পরীক্ষিত হয় (গণনা ২০:২-৫; প্রহরীদুর্গ ১৯.০২ ১২ অনু. ১৯)
মোশি কিছু সময়ের জন্য মৃদুতা দেখাতে ব্যর্থ হন (গণনা ২০:১০; প্রহরীদুর্গ ১৯.০২ ১৩ অনু. ২০-২১)
মোশি ও হারণের গুরুতর ভুলের কারণে যিহোবা তাদের শাস্তি দেন (গণনা ২০:১২; প্রহরীদুর্গ ১০ জানুয়ারি–মার্চ ২৭ অনু. ৫)
যে-ব্যক্তি মৃদুতা দেখিয়ে থাকেন, তিনি সহজে রেগে যান না এবং গর্বিত হয়ে ওঠেন না। আর এমনকী কেউ তার সঙ্গে খারাপ আচরণ করলেও তিনি বিরক্ত হন না বরং ধৈর্য ধরার চেষ্টা করেন এবং প্রতিশোধ নেওয়ার চিন্তাও মাথায় নিয়ে আসেন না।