সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

ক্ষেত্রের পরিচর্যায় ব্যবহার করার প্রচেষ্টা করুন | পরিচর্যায় আপনার আনন্দ বৃদ্ধি করুন

ঈশ্বরের বাক্য ব্যবহার করে

ঈশ্বরের বাক্য ব্যবহার করে

ঈশ্বরের বাক্যে প্রচুর ক্ষমতা রয়েছে! (ইব্রীয় ৪:১২) এটির কথাগুলো এমনকী সেই লোকদের হৃদয়কেও স্পর্শ করতে পারে, যারা ঈশ্বরকে জানে না। (১থিষল ১:৯; ২:১৩) আমরা যখন কাউকে বাইবেলের সত্য সম্বন্ধে জানাই আর দেখি যে, কীভাবে সে এটার প্রতি উপলব্ধি প্রকাশ করছে, তখন আমরা খুবই আনন্দিত হই।

শিষ্য তৈরির কাজে আনন্দ লাভ করুন—নিজের দক্ষতা বাড়ান—ঈশ্বরের বাক্যের ক্ষমতাকে ব্যবহার করে শিরোনামের ভিডিওটা দেখুন আর এরপর এই প্রশ্নগুলোর উত্তর দিন:

  • কীভাবে নীতা ঈশ্বরের বাক্যের উপর জেডের মনোযোগ আকর্ষণ করেছিল?

  • কেন নীতা জেডকে শাস্ত্রপদটা জোরে পড়তে বলেছিল আর কীভাবে পদের মুখ্য বিষয়ের উপর জেডের মনোযোগ আকর্ষণ করেছিল?

  • কোন বিষয়টা ইঙ্গিত দেয় যে, সেই শাস্ত্রপদের কথাগুলো জেডের হৃদয়কে স্পর্শ করেছিল আর এটা দেখে নীতা কেমন অনুভব করেছিল?