সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

ঈশ্বরের বাক্যের গুপ্তধন

এক জন ব্যক্তির নেওয়া পদক্ষেপ কি অন্যদের উপকৃত করতে পারে?

এক জন ব্যক্তির নেওয়া পদক্ষেপ কি অন্যদের উপকৃত করতে পারে?

মোয়াবীয়রা ইজরায়েলীয়দের মন্দ কাজ করার জন্য প্রলুব্ধ করে (গণনা ২৫:১, ২; ‘ঈশ্বরের প্রেম’ অধ্যায় ৯ অনু. ১-২)

ইজরায়েলীয়দের আনুগত্যহীনতা এবং স্বার্থপর মনোভাবের কারণে যিহোবা খুবই ক্রুদ্ধ হন (গণনা ২৫:৩-৫; ‘ঈশ্বরের প্রেম’ অধ্যায় ৯ অনু. ৪)

এক জন ব্যক্তির নেওয়া সাহসী পদক্ষেপ যিহোবার ক্রোধকে শান্ত করে (গণনা ২৫:৬-১১)

নিজেকে জিজ্ঞেস করুন, ‘আমাকে চারপাশের লোকদের চেয়ে আলাদা দেখালেও কোন কোন পরিস্থিতিতে আমার সাহসের সঙ্গে পদক্ষেপ নেওয়ার প্রয়োজন রয়েছে?’