খ্রিস্টীয় জীবনযাপন
ভেবে-চিন্তে বন্ধুবান্ধব বাছাই করুন
মোয়াবের তলভূমিতে ইজরায়েলীয়দের সঙ্গে যা ঘটেছিল, সেটা থেকে খ্রিস্টানরা একটা শিক্ষা লাভ করতে পারে। (১করি ১০:৬, ৮, ১১) কিছু ইজরায়েলীয় পুরুষ মোয়াবীয় স্ত্রীলোকদের সঙ্গে মেলামেশা করতে শুরু করেছিল, যারা অনৈতিক জীবনযাপন এবং প্রতিমাপূজা করত। তারা সেই ইজরায়েলীয় পুরুষদের গুরুতর পাপ করতে প্রলুব্ধ করেছিল। আর এই কারণে ইজরায়েলীয়দের চরম পরিণতি ভোগ করতে হয়েছিল। (গণনা ২৫:৯) আমরা এমন লোকদের মাঝে থাকি, যারা যিহোবার উপাসনা করে না। যেমন, আমাদের কোনো সহকর্মী, সহপাঠী, প্রতিবেশী, আত্মীয়স্বজন এবং অন্যান্য পরিচিত ব্যক্তি। আমরা যদি এইরকম ব্যক্তিদের সঙ্গে ঘনিষ্ঠভাবে মেলামেশা করি, তা হলে আমরাও ইজরায়েলীয়দের মতো বিপদের মধ্যে পড়তে পারি।
যে-উদাহরণগুলো আজকে আমাদের সাবধান করে—অংশ-বিশেষ শিরোনামের ভিডিওটা দেখুন আর এরপর এই প্রশ্নগুলোর উত্তর দিন:
-
সিম্রি ও অন্যেরা যামীনের প্রতি কোন ভুল চিন্তাভাবনা প্রকাশ করেছিল?
-
পীনহস যামীনকে কোন বিষয়টা বুঝতে সাহায্য করেছিলেন?
-
কোনো ন-সাক্ষি ব্যক্তির সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করা এবং তার সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলার মধ্যে কোন পার্থক্য রয়েছে?
-
মণ্ডলীর মধ্যেও ঘনিষ্ঠ বন্ধুবান্ধব বাছাই করার সময় কেন আমাদের সতর্ক থাকতে হবে?
-
যে-লোকদের আমরা ব্যক্তিগতভাবে চিনি না, তাদের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় কথা বলা বা ম্যাসেজ করা কেন এড়িয়ে চলা উচিত?