সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

মার্চ ২২-২৮

গণনাপুস্তক ১৩-১৪

মার্চ ২২-২৮
  • গান ৫৪ এবং প্রার্থনা

  • সভাপতির শুরুর মন্তব্য (১ মিনিট)

ঈশ্বরের বাক্যের গুপ্তধন

  • যেভাবে বিশ্বাস আমাদের সাহসী করে”: (১০ মিনিট)

  • আধ্যাত্মিক রত্ন: (১০ মিনিট)

    • গণনা ১৩:২৭—গুপ্তচরেরা কোন খবর দিয়েছিল আর এটা শুনে কেন ইজরায়েলীয়দের যিহোবার প্রতি বিশ্বাস দৃঢ় করতে হত? (লেবীয় ২০:২৪; অন্তর্দৃষ্টি-১ ৭৪০, ইংরেজি)

    • এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে যিহোবা সম্বন্ধে, ক্ষেত্রের পরিচর্যা সম্বন্ধে কিংবা অন্য কোনো বিষয়ে আপনি কোন আধ্যাত্মিক রত্ন খুঁজে পেয়েছেন?

  • বাইবেল পাঠ: (৪ মিনিট) গণনা ১৩:১-২০ (শিক্ষা দেওয়া পাঠ ৫)

ক্ষেত্রের পরিচর্যায় ব্যবহার করার প্রচেষ্টা করুন

খ্রিস্টীয় জীবনযাপন

  • গান ৩৩

  • যে-কারণে সত্য খ্রিস্টানদের সাহসের প্রয়োজন—প্রচার করার জন্য: (৮ মিনিট) আলোচনা। ভিডিওটা দেখান। এরপর, শ্রোতাদের এই প্রশ্নগুলো জিজ্ঞেস করুন: বোন কিটি কেলি কোন বিষয়ে ভয় পেতেন? আর কীভাবে তিনি সাহস বৃদ্ধি করেন? সাহস দেখানোর ফলে তিনি কোন কোন আশীর্বাদ লাভ করেন?

  • যে-কারণে সত্য খ্রিস্টানদের সাহসের প্রয়োজন—নিরপেক্ষতা বজায় রাখার জন্য: (৭ মিনিট) আলোচনা। ভিডিওটা দেখান। এরপর, শ্রোতাদের এই প্রশ্নগুলো জিজ্ঞেস করুন: ভাই আয়েঙ্গে এনশিলু কোন প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হন? সাহস বজায় রাখার জন্য তিনি কী করেন? কোন বিষয়গুলো ভাইকে যিহোবার উপর নির্ভর করতে সাহায্য করে?

  • মণ্ডলীর বাইবেল অধ্যয়ন: (৩০ মিনিট) পারিবারিক সুখ অধ্যায় ৪ অনু. ১৬-২২

  • সভাপতির শেষের মন্তব্য (৩ মিনিট)

  • গান ৪২ এবং প্রার্থনা