সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

ক্ষেত্রের পরিচর্যায় ব্যবহার করার প্রচেষ্টা করুন | পরিচর্যায় আপনার আনন্দ বৃদ্ধি করুন

প্রশ্ন জিজ্ঞেস করে

প্রশ্ন জিজ্ঞেস করে

যিহোবা হলেন ‘সুখী ঈশ্বর’ আর তিনি চান যেন আমরা পরিচর্যায় আনন্দ লাভ করি। (১তীম ১:১১) এই কাজে দক্ষতা বাড়ানোর প্রচেষ্টা করলে আমাদের আনন্দ আরও বৃদ্ধি পাবে। প্রশ্ন জিজ্ঞেস করার মাধ্যমে আমরা লোকদের মধ্যে আগ্রহ জাগিয়ে তুলতে এবং তাদের সঙ্গে স্বাভাবিকভাবে কথাবার্তা শুরু করতে পারি। এ ছাড়া, এটা লোকদের চিন্তা করতে এবং তা নিয়ে যুক্তি করতে পরিচালিত করে। (মথি ২২:৪১-৪৫) প্রশ্ন জিজ্ঞেস করার পর, আমাদের মনোযোগ দিয়ে সেই ব্যক্তির উত্তর শোনা উচিত। আর এমনটা করার মাধ্যমে দেখাতে পারি যে, আমরা তারও মতামত জানার ব্যাপারে আগ্রহী। (যাকোব ১:১৯) তারপর বুঝতে পারব, কোন বিষয়ে কথাবার্তা চালিয়ে যাওয়া সঠিক হতে পারে।

শিষ্য তৈরির কাজে আনন্দ লাভ করুন—নিজের দক্ষতা বাড়ান—প্রশ্ন জিজ্ঞেস করে শিরোনামের ভিডিওটা দেখুন আর এরপর এই প্রশ্নগুলোর উত্তর দিন:

  • জেড কোন উত্তম গুণাবলি দেখিয়েছিল?

  • কীভাবে নীতা জেডের সঙ্গে পরিচিত হওয়ার জন্য প্রশ্ন ব্যবহার করেছিল?

  • কীভাবে নীতা সুসমাচারের প্রতি জেডের আগ্রহ জাগিয়ে তোলার জন্য প্রশ্ন ব্যবহার করেছিল?

  • কীভাবে নীতা জেডকে চিন্তা ও যুক্তি করতে সাহায্য করার জন্য প্রশ্ন ব্যবহার করেছিল?