ঈশ্বরের বাক্যের গুপ্তধন
অহংকারী এবং অতিরিক্ত আত্মবিশ্বাসী হওয়ার ব্যাপারে সতর্ক থাকুন
কোরহ যিহোবার ব্যবস্থার বিরুদ্ধে বিদ্রোহ করেন কারণ তিনি গর্বিত এবং অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে ওঠেন (গণনা ১৬:১-৩; প্রহরীদুর্গ ১১ ৯/১৫ ২৭ অনু. ১২)
কোরহ একজন সম্মাননীয় লেবীয় ছিলেন, যিনি ইতিমধ্যেই যিহোবার সেবায় একাধিক বিশেষ সুযোগ উপভোগ করতেন (গণনা ১৬:৮-১০; প্রহরীদুর্গ ১১ ৯/১৫ ২৭ অনু. ১১)
কোরহের ভুল চিন্তাভাবনার কারণে তাকে চরম পরিণতি ভোগ করতে হয় (গণনা ১৬:৩২, ৩৫)
যিহোবার সেবার আমরাও হয়তো অনেক কিছু সম্পাদন করেছি। কিন্তু, আমরা যেন কখনোই গর্বিত এবং অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে না উঠি। আমরা যদি দীর্ঘসময় ধরে সত্যে থাকি কিংবা সংগঠনের কাছ থেকে বিভিন্ন দায়িত্ব লাভ করে থাকি, তা হলে আমাদের আরও বেশি নম্র হওয়ার প্রয়োজন রয়েছে।