সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

খ্রিস্টীয় জীবনযাপন

আনুগত্যহীন ব্যক্তিদের অনুকরণ করবেন না

আনুগত্যহীন ব্যক্তিদের অনুকরণ করবেন না

কোরহ, দাথন ও অবীরাম যিহোবার ব্যবস্থার বিরুদ্ধে বিদ্রোহ করার মাধ্যমে তাঁর প্রতি আনুগত্যহীন হয়ে পড়ে। যিহোবা সেই তিন জনকে এবং যারা তাদের সমর্থন করেছিল, তাদের ধ্বংস করে দেন। (গণনা ১৬:২৬, ২৭, ৩১-৩৩) কোন কোন পরিস্থিতিতে যিহোবার প্রতি আমাদের আনুগত্য পরীক্ষিত হতে পারে? আমরা যদি বাইবেলে উল্লেখিত আনুগত্যহীন ব্যক্তিদের উদাহরণ নিয়ে ধ্যান করি, তা হলে এটা আমাদের মন্দ কাজ করা থেকে বিরত থাকতে সাহায্য করবে।

আনুগত্যহীন ব্যক্তিদের অনুকরণ করবেন না শিরোনামের ভিডিওটা দেখুন আর এরপর এই প্রশ্নগুলোর উত্তর দিন:

  • কীভাবে বোন ন্যান্সির আনুগত্য পরীক্ষিত হয় আর কার মন্দ উদাহরণ তাকে আনুগত্য বজায় রাখতে সাহায্য করেছিল?

  • একজন ভাই যখন হতাশ হয়ে পড়েছিলেন, তখন কীভাবে তার আনুগত্য পরীক্ষিত হয় আর কার মন্দ উদাহরণ তাকে আনুগত্য বজায় রাখতে সাহায্য করেছিল?

  • কীভাবে ভাই টমের আনুগত্য পরীক্ষিত হয় আর কার মন্দ উদাহরণ তাকে আনুগত্য বজায় রাখতে সাহায্য করেছিল?

  • কীভাবে স্কুলে একজন ভাইয়ের আনুগত্য পরীক্ষিত হয় আর কার মন্দ উদাহরণ তাকে আনুগত্য বজায় রাখতে সাহায্য করেছিল?