সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

খ্রিস্টীয় জীবনযাপন

সমস্ত পরীক্ষা একসময় শেষ হবে

সমস্ত পরীক্ষা একসময় শেষ হবে

জীবনের বিভিন্ন পরীক্ষা আমাদের সহজেই নিরুৎসাহিত করে, বিশেষভাবে তা যদি দীর্ঘসময় ধরে থাকে। দায়ূদ জানতেন, রাজা শৌলের কারণে তাকে যে-পরীক্ষার মধ্য দিয়ে যেতে হচ্ছিল, সেগুলো একসময় শেষ হবে আর যিহোবার প্রতিজ্ঞা অনুযায়ী তিনি রাজা হবেন। (১শমূ ১৬:১৩) দায়ূদের বিশ্বাস তাকে ধৈর্য ধরতে এবং তার পরিস্থিতি পরিবর্তন হওয়ার ব্যাপারে যিহোবার সময়ের জন্য অপেক্ষা করতে সাহায্য করেছিল।

আমরা যখন পরীক্ষার মধ্য দিয়ে যাই, তখন আমাদের পরিস্থিতি পরিবর্তন করার জন্য আমরা আমাদের বুদ্ধি, জ্ঞান অথবা চিন্তা করার ক্ষমতা ব্যবহার করতে পারি। (১শমূ ২১:১২-১৪; হিতো ১:৪) তবে, বাইবেলের নীতির সঙ্গে মিল রেখে সমস্ত কিছু করার পরও কিছু সমস্যা রয়ে যাবে। এইরকম পরিস্থিতিতে আমাদের ধৈর্য ধরতে হবে এবং যিহোবার সময়ের জন্য অপেক্ষা করতে হবে। শীঘ্রই, তিনি আমাদের সমস্ত কষ্ট দূর করে দেবেন এবং আমাদের চোখের “সমস্ত জল মুছে দেবেন।” (প্রকা ২১:৪) আমরা যে-কারণেই স্বস্তি পাই না কেন, হোক তা যিহোবা আমাদের জন্য কিছু করার কারণে অথবা অন্য কোনো কারণে, একটা বিষয় নিশ্চিত: সমস্ত পরীক্ষা একসময় শেষ হবে। এটা মনে রাখার মাধ্যমে আমরা কিছুটা সান্ত্বনা পেতে পারি।

এক বিভক্ত জগতে ঐক্যবদ্ধ লোকেরা শিরোনামের ভিডিওটা দেখুন আর এরপর এই প্রশ্নগুলোর উত্তর দিন:

  • যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলের কয়েক জন খ্রিস্টান কোন কোন কঠিন সমস্যার মুখোমুখি হয়েছিল?

  • কীভাবে তারা ধৈর্য ও প্রেম দেখিয়েছিল?

  • কীভাবে তারা ‘বেশি গুরুত্বপূর্ণ বিষয়গুলোর’ উপর মনোযোগ বজায় রেখেছিল?—ফিলি ১:১০