সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

ঈশ্বরের বাক্যের গুপ্তধন

আপনি কি চিন্তাভাবনা না করেই কাজ করেন?

আপনি কি চিন্তাভাবনা না করেই কাজ করেন?

দায়ূদ উপযুক্ত অনুরোধ করেছিলেন কিন্তু তাকে অপমান করা হয়েছিল (১শমূ ২৫:৭-১১; অনুকরণ করুন ৭৮ অনু. ১০-১২)

দায়ূদ নাবলের পরিবার ও পরিজনকে হত্যা করতে চেয়েছিলেন (১শমূ ২৫:১৩, ২১, ২২)

অবীগল দায়ূদকে রক্তপাতের দোষ এড়িয়ে চলতে সাহায্য করেছিলেন (১শমূ ২৫:২৫, ২৬, ৩২, ৩৩; অনুকরণ করুন ৮০ অনু. ১৮)

নিজেকে জিজ্ঞেস করুন: ‘আমি যখন রেগে যাই, কেনাকাটা করি কিংবা নিরুৎসাহিত হয়ে পড়ি, তখন আমি কি সাধারণত চিন্তাভাবনা না করে কাজ করি? না কি কাজ করার আগে একটু থেমে এর পরিণতি নিয়ে চিন্তা করি?’—হিতো ১৫:২৮; ২২:৩.