এপ্রিল ৪-১০
১ শমূয়েল ২০-২২
গান ৫৩ এবং প্রার্থনা
সভাপতির শুরুর মন্তব্য (১ মিনিট)
ঈশ্বরের বাক্যের গুপ্তধন
“যেভাবে একজন ভালো বন্ধু হওয়া যায়”: (১০ মিনিট)
অমূল্য রত্ন: (১০ মিনিট)
১শমূ ২১:১২, ১৩—দায়ূদ যা করেছিলেন, তা থেকে আমরা কী শিখতে পারি? (প্রহরীদুর্গ ০৫ ৩/১৫ ২৪ অনু. ৪)
এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে যিহোবা সম্বন্ধে, প্রচার কাজ সম্বন্ধে কিংবা অন্য কোনো বিষয়ে আপনি কী শিখেছেন?
বাইবেল পাঠ: (৪ মিনিট) ১শমূ ২২:১-১১ (শিক্ষা দেওয়া পাঠ ৫)
প্রচার কাজে আপনার দক্ষতা বাড়ান
পুনর্সাক্ষাৎ: (২ মিনিট) আগ্রহ দেখিয়েছেন এবং স্মরণার্থ সভার আমন্ত্রণপত্র নিয়েছেন এমন কারো সঙ্গে পুনর্সাক্ষাৎ করুন। (শিক্ষা দেওয়া পাঠ ৬)
পুনর্সাক্ষাৎ: (৫ মিনিট) স্মরণার্থ সভার বক্তৃতার পর এমন একজন ব্যক্তির সঙ্গে কথা বলুন, যাকে আপনি আমন্ত্রণ জানিয়েছেন আর কার্যক্রমের বিষয়ে তার কোনো একটা প্রশ্নের উত্তর দিন। (শিক্ষা দেওয়া পাঠ ১২)
বাইবেল অধ্যয়ন: (৫ মিনিট) চিরকাল জীবন উপভোগ করুন! বই পাঠ ০৪ বিষয় ৩ (শিক্ষা দেওয়া পাঠ ২০)
খ্রিস্টান হিসেবে জীবনযাপন করুন
গান ২১
“কারা আপনার অনলাইন বন্ধু?”: (১০ মিনিট) আলোচনা। সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহার করার ক্ষেত্রে বিচক্ষণ হও শিরোনামের ভিডিওটা দেখান।
আমাদের অতিথিদের স্বাগত জানান: (৫ মিনিট) ২০১৬ সালের মার্চ মাসের জীবন ও পরিচর্যা সভার জন্য অধ্যয়ন পুস্তিকা -র মধ্যে দেওয়া প্রবন্ধের উপর ভিত্তি করে পরিচর্যা অধ্যক্ষ বক্তৃতা দেবেন। স্থানীয় এলাকায় ইতিমধ্যেই যে-কাজ করা হয়েছে, তা মণ্ডলীকে জানান। ১০ ও ১১ পৃষ্ঠায় দেওয়া স্মরণার্থ বাইবেল পাঠের তালিকা সম্বন্ধে বলুন আর সবাইকে স্মরণার্থ দিনের জন্য তাদের মন প্রস্তুত করতে উৎসাহিত করুন। (ইষ্রা ৭:১০) কার্যক্রমে যোগ দেওয়ার অথবা তা দেখার জন্য স্থানীয়ভাবে যে-ব্যবস্থা করা হয়েছে, সেই বিষয়ে প্রয়োজনীয় বিষয়গুলো মনে করিয়ে দিন।
মণ্ডলীর বাইবেল অধ্যয়ন: (৩০ মিনিট) যিহোবার কাছে ফিরে আসুন বিভাগ ৪
সভাপতির শেষের মন্তব্য (৩ মিনিট)
গান ৩৫ এবং প্রার্থনা