ঈশ্বরের বাক্যের গুপ্তধন
যেভাবে একজন ভালো বন্ধু হওয়া যায়
আপনার বন্ধু যখন কষ্টের মধ্যে থাকে, তখন তাকে সান্ত্বনা দিন এবং উৎসাহিত করুন (১শমূ ২০:১, ২; প্রহরীদুর্গ ১৯.১১ ৭ অনু. ১৮)
কোনো বিপদ দেখলে আপনার বন্ধুকে সাবধান করুন (১শমূ ২০:১২, ১৩; প্রহরীদুর্গ ০৮ ২/১৫ ৮ অনু. ৭)
আপনার বন্ধুকে যখন অপবাদ দেওয়া হয়, তখন তাকে রক্ষা করুন (১শমূ ২০:৩০-৩২; প্রহরীদুর্গ ০৯ ১০/১৫ ১৯ অনু. ১১)
যিহোবার লোকদের উত্তম বন্ধুত্ব গড়ে তোলার অনেক সুযোগ রয়েছে। কাউকে বন্ধু হিসেবে পেতে চাইলে, নিজেকে একজন বন্ধু হতে হবে। মণ্ডলীতে আপনি কার বন্ধু হতে চান?