সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

ঈশ্বরের বাক্যের গুপ্তধন

যেভাবে একজন ভালো বন্ধু হওয়া যায়

যেভাবে একজন ভালো বন্ধু হওয়া যায়

আপনার বন্ধু যখন কষ্টের মধ্যে থাকে, তখন তাকে সান্ত্বনা দিন এবং উৎসাহিত করুন (১শমূ ২০:১, ২; প্রহরীদুর্গ ১৯.১১ ৭ অনু. ১৮)

কোনো বিপদ দেখলে আপনার বন্ধুকে সাবধান করুন (১শমূ ২০:১২, ১৩; প্রহরীদুর্গ ০৮ ২/১৫ ৮ অনু. ৭)

আপনার বন্ধুকে যখন অপবাদ দেওয়া হয়, তখন তাকে রক্ষা করুন (১শমূ ২০:৩০-৩২; প্রহরীদুর্গ ০৯ ১০/১৫ ১৯ অনু. ১১)

যিহোবার লোকদের উত্তম বন্ধুত্ব গড়ে তোলার অনেক সুযোগ রয়েছে। কাউকে বন্ধু হিসেবে পেতে চাইলে, নিজেকে একজন বন্ধু হতে হবে। মণ্ডলীতে আপনি কার বন্ধু হতে চান?