ঈশ্বরের বাক্যের গুপ্তধন
বলিদান উৎসর্গ করার চেয়ে আজ্ঞা পালন করা আরও ভালো
যিহোবার ভাববাদী রাজা শৌলকে একেবারে স্পষ্ট নির্দেশনা দিয়েছিলেন (১শমূ ১৫:৩)
শৌল কেন পুরোপুরিভাবে যিহোবার আজ্ঞা পালন করেননি, সেই বিষয়ে অজুহাত দেখানোর চেষ্টা করেছিলেন (১শমূ ১৫:১৩-১৫)
যিহোবা সেই ব্যক্তিদের উপাসনা গ্রহণ করেন না, যারা তাঁর আজ্ঞা পালন করে না (১শমূ ১৫:২২, ২৩; প্রহরীদুর্গ ০৭ ৬/১৫ ২৬-২৭ অনু. ৪, ৭-৮)
নিজেকে জিজ্ঞেস করুন, ‘যিহোবার সংগঠনের কাছ থেকে আমি যে-নির্দেশনা পাই, তা কি সঙ্গেসঙ্গে ও পুরোপুরিভাবে মেনে চলি?’