সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

প্রচার কাজে আপনার দক্ষতা বাড়ান | পরিচর্যায় আপনার আনন্দ বৃদ্ধি করুন

বাইবেল ছাত্রদের অশুচি অভ্যাস কাটিয়ে উঠতে সাহায্য করুন

বাইবেল ছাত্রদের অশুচি অভ্যাস কাটিয়ে উঠতে সাহায্য করুন

যিহোবার মান অনুযায়ী যারা শুচি থাকে, কেবল তারাই তাঁর সঙ্গে এক ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখতে পারে। (১পিতর ১:১৪-১৬) বাইবেল ছাত্র-ছাত্রীরা যখন মন্দ অভ্যাসগুলো কাটিয়ে ওঠে, তখন তাদের পরিবার সুখী হয়, তাদের স্বাস্থ্য ভালো থাকে এবং তাদের আর্থিক অবস্থাও ভালো হয়।

শুচি থাকার বিষয়ে যিহোবা যে-মানগুলো দিয়েছেন, সেগুলো ছাত্র-ছাত্রীদের কাছে স্পষ্টভাবে ব্যাখ্যা করুন। এ ছাড়া, তিনি কেন সেগুলো দিয়েছেন এবং সেগুলো পালন করলে কোন কোন উপকার লাভ করা যায়, তা তাদের বলুন। ছাত্র-ছাত্রীদের তাদের নিজেদের চিন্তাভাবনা পরিবর্তন করার জন্য সাহায্য করুন। এতে তারা যিহোবার মান অনুযায়ী কাজ করতে পারবে। (ইফি ৪:২২-২৪) তাদের আশ্বাস দিন যে, যিহোবার সাহায্যে তারা অনেক দিনের মন্দ অভ্যাস কাটিয়ে উঠতে পারবে। (ফিলি ৪:১৩) তারা যখন পাপ করার প্রলোভনে পড়ে, তখন যিহোবার কাছে বিনতি করার জন্য তাদের শিক্ষা দিন। যে-পরিস্থিতিগুলোর কারণে তাদের জন্য সঠিক কাজ করা কঠিন হয়ে ওঠে, সেগুলো খুঁজে বের করার এবং এড়িয়ে চলার জন্য তাদের সাহায্য করুন। মন্দ বিষয়গুলো করার পরিবর্তে এমন বিষয়গুলো করার জন্য তাদের উৎসাহিত করুন, যেগুলো তাদের জন্য উপকারজনক। আপনি যখন দেখবেন, বাইবেল ছাত্র-ছাত্রীরা যিহোবার সাহায্যে পরিবর্তন করায় সফল হয়েছে, তখন আপনি আনন্দ লাভ করবেন।

আপনার বাইবেল ছাত্রদের অশুচি অভ্যাস কাটিয়ে উঠতে সাহায্য করুন নাটকের আকারে তুলে ধরা এই ভিডিওটা দেখুন আর এরপর এই প্রশ্নগুলোর উত্তর দিন:

  • প্রাচীনেরা ও নীতা যখন জেডের মন্দ অভ্যাস সম্বন্ধে জানতে পেরেছিল, তখন তারা কেমন প্রতিক্রিয়া দেখিয়েছিল?

  • কীভাবে নীতা জেডকে ক্রমাগত সাহায্য করেছিল?

  • কীভাবে জেড যিহোবার কাছে সাহায্য চেয়েছিল?