মার্চ ২১-২৭
১ শমূয়েল ১৬-১৭
গান ২৩ এবং প্রার্থনা
সভাপতির শুরুর মন্তব্য (১ মিনিট)
ঈশ্বরের বাক্যের গুপ্তধন
“এই যুদ্ধ যিহোবার”: (১০ মিনিট)
অমূল্য রত্ন: (১০ মিনিট)
১শমূ ১৬:১৪, NW—কোন অর্থে “যিহোবা শৌলকে মন্দ চিন্তাভাবনার দ্বারা প্রভাবিত হতে” দিয়েছিলেন? (অন্তর্দৃষ্টি-২ ৮৭১-৮৭২, ইংরেজি)
এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে যিহোবা সম্বন্ধে, প্রচার কাজ সম্বন্ধে কিংবা অন্য কোনো বিষয়ে আপনি কী শিখেছেন?
বাইবেল পাঠ: (৪ মিনিট) ১শমূ ১৬:১-১৩ (শিক্ষা দেওয়া পাঠ ৫)
প্রচার কাজে আপনার দক্ষতা বাড়ান
স্মরণার্থ সভার জন্য আমন্ত্রণ: (২ মিনিট) কথাবার্তার নমুনা ব্যবহার করুন। (শিক্ষা দেওয়া পাঠ ১১)
স্মরণার্থ সভার জন্য আমন্ত্রণ: (৩ মিনিট) আপনি আগে সাক্ষ্য দিয়েছেন এমন কোনো সহকর্মী, সহ-ছাত্র বা ছাত্রী অথবা কোনো আত্মীয়কে আমন্ত্রণ জানান। (শিক্ষা দেওয়া পাঠ ২)
পুনর্সাক্ষাৎ: (৩ মিনিট) স্মরণার্থ সভার আমন্ত্রণপত্র নিয়েছেন এবং আগ্রহ দেখিয়েছেন এমন কারো সঙ্গে পুনর্সাক্ষাৎ করুন। (শিক্ষা দেওয়া পাঠ ৪)
পুনর্সাক্ষাৎ: (৩ মিনিট) স্মরণার্থ সভার আমন্ত্রণপত্র নিয়েছেন এবং আগ্রহ দেখিয়েছেন এমন কারো সঙ্গে পুনর্সাক্ষাৎ করুন। সেই ব্যক্তিকে আমাদের ওয়েবসাইটের সঙ্গে পরিচয় করিয়ে দিন। (শিক্ষা দেওয়া পাঠ ২০)
খ্রিস্টান হিসেবে জীবনযাপন করুন
গান ৪৯
“যিহোবার উপর নির্ভর করার তিনটে উপায়”: (১৫ মিনিট) আলোচনা। তাড়নাকে ভয় পাওয়ার কোনো কারণ নেই শিরোনামের ভিডিওটা দেখান।
মণ্ডলীর বাইবেল অধ্যয়ন: (৩০ মিনিট) যিহোবার কাছে ফিরে আসুন বিভাগ ২
সভাপতির শেষের মন্তব্য (৩ মিনিট)
গান ৩৮ এবং প্রার্থনা