সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

দায়ূদ গলিয়াতের মুখোমুখি হচ্ছেন

ঈশ্বরের বাক্যের গুপ্তধন

“এই যুদ্ধ যিহোবার”

“এই যুদ্ধ যিহোবার”

দায়ূদ যিহোবার প্রতি বিশ্বাস গড়ে তুলেছিলেন, কারণ তিনি যিহোবা সম্বন্ধে জানতেন। আর যিহোবা যে তাকে সাহায্য করতে পারেন, সেই বিষয়ে তিনি নিজে প্রমাণ দেখতে পেয়েছিলেন (১শমূ ১৭:৩৬, ৩৭; প্রহরীদুর্গ, জনসাধারণের সংস্করণ ১৬.৪ ১১ অনু. ২-৩)

দায়ূদ গলিয়াৎকে নিজের সঙ্গে নয়, বরং যিহোবার সঙ্গে তুলনা করে দেখেছিলেন (১শমূ ১৭:৪৫-৪৭; প্রহরীদুর্গ, জনসাধারণের সংস্করণ ১৬.৪ ১১-১২)

যিহোবা দায়ূদকে এক শক্তিশালী ও ভয়ংকর শত্রুকে পরাজিত করতে সাহায্য করেছিলেন (১শমূ ১৭:৪৮-৫০; প্রহরীদুর্গ, জনসাধারণের সংস্করণ ১৬.৪ ১২ অনু. ৪; প্রচ্ছদচিত্র দেখুন)

কখনো কখনো আমাদের বড়ো বড়ো সমস্যার মুখোমুখি হতে হয়, যেমন তাড়না অথবা কোনো খারাপ অভ্যাস। সমস্যাগুলোকে যখন অনেক বড়ো বলে মনে হয়, তখন মনে রাখবেন, যিহোবার অসীম ক্ষমতার তুলনায় সেগুলো একেবারে ছোটো।—ইয়োব ৪২:১, ২.