সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

খ্রিস্টান হিসেবে জীবনযাপন করুন

প্রতিদিন বাইবেল পড়ুন এবং প্রজ্ঞা খুঁজুন

প্রতিদিন বাইবেল পড়ুন এবং প্রজ্ঞা খুঁজুন

ঈশ্বরের কাছ থেকে প্রজ্ঞা মূল্যবান গুপ্তধনের মতো। (হিতো ২:১-৬) প্রজ্ঞা আমাদের সঠিকভাবে বিচার করতে এবং সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। এটা আমাদের সুরক্ষা করে। তাই, এটা “প্রধান বিষয়” বা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। (হিতো ৪:৫-৭) ঈশ্বরের বাক্যে যে-গুপ্তধন লুকোনো রয়েছে, তা খোঁজার জন্য অনেক চেষ্টা করতে হয়। আমরা দিন-রাত অর্থাৎ প্রতিদিন ঈশ্বরের বাক্য পড়ার মাধ্যমে গুপ্তধন খোঁজা শুরু করতে পারি। (যিহো ১:৮) ঈশ্বরের বাক্য নিয়মিতভাবে পড়ার এবং তা উপভোগ করার জন্য কিছু পরামর্শ লক্ষ করুন।

তরুণ-তরুণীরা ঈশ্বরের বাক্যকে ভালোবাসতে শিখছে শিরোনামের ভিডিওটা দেখুন আর এরপর এই প্রশ্নগুলোর উত্তর দিন:

এই তরুণ-তরুণীদের জন্য প্রতিদিন বাইবেল পড়া কেন কঠিন ছিল এবং এই ব্যাপারে কী তাদের সাহায্য করেছে?

  • মেলানি

  • স্যামুয়েল

  • সেলিন

  • রাফায়েলো

আমার বাইবেল অধ্যয়নের তালিকা