সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

ঈশ্বরের বাক্যের গুপ্তধন

প্রজ্ঞার সঙ্গে দেওয়া উপদেশ মেনে চললে উপকার পাওয়া যায়

প্রজ্ঞার সঙ্গে দেওয়া উপদেশ মেনে চললে উপকার পাওয়া যায়

রহবিয়ামকে একটা সিদ্ধান্ত নিতে হয়েছিল (২বংশা ১০:১-৪; প্রহরীদুর্গ ১৮.০৬ ১৩ অনু. ৩)

রহবিয়াম অন্যদের কাছ থেকে উপদেশ চেয়েছিলেন (২বংশা ১০:৬-১১; প্রহরীদুর্গ ০১ ৯/১ ২৮-২৯)

রহবিয়াম প্রজ্ঞার সঙ্গে দেওয়া উপদেশ শোনেননি বলে তিনি এবং লোকেরা কষ্ট ভোগ করেছিলেন (২বংশা ১০:১২-১৬; অন্তর্দৃষ্টি-২ ৭৬৮ অনু. ১, ইংরেজি)

বয়স্ক ও পরিপক্ব ব্যক্তিদের অভিজ্ঞতা যেহেতু অন্যদের চেয়ে বেশি, তাই কোনো সিদ্ধান্তের ফলাফল কী হতে পারে, তা তারা প্রায়ই বুঝতে পারে।—ইয়োব ১২:১২.

নিজেকে জিজ্ঞেস করুন, ‘মণ্ডলীতে কার কাছ থেকে আমি উত্তম উপদেশ পেতে পারি?’