সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

খ্রিস্টান হিসেবে জীবনযাপন করুন

বাইবেল অধ্যয়নের ভিডিওগুলো কীভাবে ব্যবহার করবেন?

বাইবেল অধ্যয়নের ভিডিওগুলো কীভাবে ব্যবহার করবেন?

প্রচারে ব্যবহার করার জন্য আমাদের বাইবেল অধ্যয়নের চারটে ভিডিও রয়েছে। প্রতিটা ভিডিও কোন উদ্দেশ্যে তৈরি করা হয়েছে?

  • কেন বাইবেল অধ্যয়ন করবেন?—পুরো ভিডিও শিরোনামের ভিডিওটা বাইবেল অধ্যয়ন করার ব্যাপারে একজন ব্যক্তির আগ্রহ জাগিয়ে তোলার জন্য তৈরি করা হয়েছে, তা তিনি যে-ধর্মেরই হোন না কেন। এই ভিডিওটা লোকদের বাইবেল থেকে জীবনের বড়ো বড়ো প্রশ্নের উত্তর খুঁজে পাওয়ার জন্য উৎসাহিত করে। আর ভিডিওতে এইরকমই একটা প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। এখানে এও তুলে ধরা হয়েছে, কীভাবে একজন ব্যক্তি বাইবেল অধ্যয়ন করার জন্য অনুরোধ করতে পারেন।

  • কেন বাইবেল অধ্যয়ন করবেন? (ছোটো ভিডিও) শিরোনামের ভিডিওর উদ্দেশ্য পুরো ভিডিওর মতোই, তবে পার্থক্য হল পুরো ভিডিও প্রায় তিন মিনিট আর ছোটো ভিডিও প্রায় এক মিনিট। এটা সেই এলাকার জন্য বেশি কার্যকরী, যে-এলাকার লোকদের কথা বলার মতো বেশি সময় থাকে না।

  • বাইবেল অধ্যয়নে কী হয়? শিরোনামের ভিডিওটা বিনা মূল্যে বাইবেল অধ্যয়ন করার ব্যাপারে লোকদের আগ্রহ জাগিয়ে তোলার জন্য তৈরি করা হয়েছে। আর ভিডিওতে এই ব্যাপারে কিছু সাধারণ প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে, যেমন অধ্যয়নের জন্য কীভাবে অনুরোধ করা যায়।

  • বাইবেল অধ্যয়নে আপনাকে স্বাগত জানাই শিরোনামের ভিডিওটা বাইবেল ছাত্রদের দেখানোর জন্য তৈরি করা হয়েছে। যদিও চিরকাল জীবন উপভোগ করুন! বইয়ের ২ পৃষ্ঠায় এই ভিডিওটা রয়েছে, তবে চিরকাল জীবন উপভোগ করুন! ব্রোশার নিয়ে আলোচনা করার সময় ভিডিওটা দেখানো যেতে পারে। এই বইয়ে কোন কোন বিষয় রয়েছে আর কীভাবে আলোচনা করা হবে, তা ভিডিওতে তুলে ধরা হয়েছে।

যদিও প্রতিটা ভিডিও নির্দিষ্ট একটা উদ্দেশ্যে তৈরি করা হয়েছে, তবে প্রয়োজন অনুযায়ী আমরা যেকোনো ভিডিও লোকদের দেখাতে অথবা পাঠাতে পারি। প্রকাশকদের উৎসাহিত করা হয়েছে, তারা যেন ভিডিওগুলো সম্বন্ধে ভালোভাবে জানে এবং প্রচার কাজে সেগুলো ভালোভাবে ব্যবহার করে।