এপ্রিল ২৪-৩০
২ বংশাবলি ১৩-১৬
গান ৩ এবং প্রার্থনা
সভাপতির শুরুর মন্তব্য (১ মিনিট)
ঈশ্বরের বাক্যের গুপ্তধন
“সবসময় যিহোবার উপর নির্ভর করুন”: (১০ মিনিট)
অমূল্য রত্ন: (১০ মিনিট)
২বংশা ১৫:১৬—কীভাবে আমরা আসার মতো সাহস দেখাতে পারি? (প্রহরীদুর্গ ১৭.০৩ ১৯ অনু. ৭)
এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে যিহোবা সম্বন্ধে, প্রচার কাজ সম্বন্ধে কিংবা অন্য কোনো বিষয়ে আপনি কী শিখেছেন?
বাইবেল পাঠ: (৪ মিনিট) ২বংশা ১৪:১-১৫ (শিক্ষা দেওয়া পাঠ ৫)
প্রচার কাজে আপনার দক্ষতা বাড়ান
প্রথম সাক্ষাৎ: (৩ মিনিট) কথাবার্তার নমুনায় দেওয়া বিষয়বস্তু ব্যবহার করে কথা শুরু করুন। (শিক্ষা দেওয়া পাঠ ১)
পুনর্সাক্ষাৎ: (৪ মিনিট) প্রকৃত আগ্রহ দেখিয়েছেন এমন একজন ব্যক্তির সঙ্গে কয়েক বার পুনর্সাক্ষাৎ করার পর কথাবার্তার নমুনায় দেওয়া বিষয়বস্তু ব্যবহার করে কথা চালিয়ে যান। সেই ব্যক্তিকে আমাদের বাইবেল অধ্যয়নের ব্যবস্থা সম্বন্ধে বলুন এবং বাইবেল অধ্যয়নের কনট্যাক্ট কার্ড দিন। (শিক্ষা দেওয়া পাঠ ১১)
বাইবেল অধ্যয়ন: (৫ মিনিট) চিরকাল জীবন উপভোগ করুন! বই পাঠ ০৯ বিষয় ৭ এবং কেউ কেউ বলে থাকে (শিক্ষা দেওয়া পাঠ ৬)
খ্রিস্টান হিসেবে জীবনযাপন করুন
“যে-সিদ্ধান্তগুলো দেখায়, আমরা যিহোবার উপর নির্ভর করি”: (১৫ মিনিট) আলোচনা এবং ভিডিও।
মণ্ডলীর বাইবেল অধ্যয়ন: (৩০ মিনিট) চিরকাল জীবন উপভোগ করুন! বই পাঠ ৪৪ বিষয় ১-৪ এবং টীকা ৫
সভাপতির শেষের মন্তব্য (৩ মিনিট)
গান ৩৯ এবং প্রার্থনা