খ্রিস্টান হিসেবে জীবনযাপন করুন
যে-সিদ্ধান্তগুলো দেখায়, আমরা যিহোবার উপর নির্ভর করি
প্রতিদিন আমাদের বিভিন্ন সিদ্ধান্ত নিতে হয়। জগতের লোকেরা প্রায়ই আবেগের বশে কিংবা কেবল অন্যদের অনুকরণ করে সিদ্ধান্ত নিয়ে থাকে। (যাত্রা ২৩:২; হিতো ২৮:২৬) অন্যদিকে, যারা যিহোবার উপর নির্ভর করে, তারা বাইবেলের নীতি অনুযায়ী সিদ্ধান্ত নিয়ে থাকে আর এভাবে যিহোবাকে “স্বীকার করে।”—হিতো ৩:৫, ৬.
নীচে দেওয়া প্রতিটা শাস্ত্রপদের পরে এমন পরিস্থিতি সম্বন্ধে লিখুন, যে-পরিস্থিতিতে সেই শাস্ত্রপদের নীতি কাজে লাগিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন।
বিশ্বাস নেই এমন ব্যক্তিদের নয়, বরং বিশ্বস্ত ব্যক্তিদের অনুকরণ করুন—ফরৌণকে নয়, বরং মোশিকে নাটকের আকারে তুলে ধরা এই ভিডিওটা দেখুন আর এরপর এই প্রশ্নের উত্তর দিন:
বাইবেলের একটা উদাহরণ কীভাবে ভাইকে উত্তম সিদ্ধান্ত নিতে সাহায্য করেছিল?