সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

ঈশ্বরের বাক্যের গুপ্তধন

একজন বাবা তার ছেলেকে প্রেমের সঙ্গে উপদেশ দেন

একজন বাবা তার ছেলেকে প্রেমের সঙ্গে উপদেশ দেন

ঈশ্বরকে জানুন এবং তাঁর সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলুন (১বংশা ২৮:৯; প্রহরীদুর্গ ০৫ ২/১৫ ১৯ অনু. ৯)

সম্পূর্ণ হৃদয় দিয়ে যিহোবার সেবা করুন (১বংশা ২৮:৯; প্রহরীদুর্গ ১২ ৪/১৫ ১৬ অনু. ১৩)

যিহোবার উপর নির্ভর করুন এবং ভয় পাবেন না (১বংশা ২৮:২০; প্রহরীদুর্গ ১৭.০৯ ৩২ অনু. ২০-২১)

মন্দির নির্মাণের গুরুত্বপূর্ণ কাজ শুরু করার আগে বয়স্ক রাজা দায়ূদ তার ছেলে শলোমনকে এইসমস্ত উপদেশ দিয়েছিলেন, কারণ শলোমন যুবক ছিলেন এবং তার অভিজ্ঞতা কম ছিল। কেন এই উপদেশ আমাদের সবার জন্য, বিশেষ করে অল্পবয়সি খ্রিস্টানদের জন্য খুব মূল্যবান?