সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

মার্চ ২০-২৬

২ বংশাবলি ১–৪

মার্চ ২০-২৬
  • গান ৪১ এবং প্রার্থনা

  • সভাপতির শুরুর মন্তব্য (১ মিনিট)

ঈশ্বরের বাক্যের গুপ্তধন

প্রচার কাজে আপনার দক্ষতা বাড়ান

  • স্মরণার্থ সভার জন্য আমন্ত্রণ: (৩ মিনিট) আগে আগ্রহ দেখিয়েছেন এমন কোনো সহকর্মী, সহ-ছাত্র বা ছাত্রী অথবা কোনো আত্মীয়কে আমন্ত্রণ জানান। (শিক্ষা দেওয়া পাঠ ২)

  • পুনর্সাক্ষাৎ: (৪ মিনিট) স্মরণার্থ সভার আমন্ত্রণপত্র নিয়েছেন এবং আগ্রহ দেখিয়েছেন এমন একজন ব্যক্তির সঙ্গে কয়েক বার পুনর্সাক্ষাৎ করার পর কথা চালিয়ে যান। বিনা মূল্যে বাইবেল অধ্যয়ন করার ব্যবস্থা সম্বন্ধে বলুন এবং চিরকাল জীবন উপভোগ করুন! ব্রোশার দিন। বাইবেল অধ্যয়নে কী হয়? শিরোনামের ভিডিও সম্বন্ধে বলুন এবং আলোচনা করুন (ভিডিও দেখানোর প্রয়োজন নেই)। (শিক্ষা দেওয়া পাঠ ১৭)

  • বাইবেল অধ্যয়ন: (৫ মিনিট) চিরকাল জীবন উপভোগ করুন! বই পাঠ ০৯ বিষয় ৫ (শিক্ষা দেওয়া পাঠ ৯)

খ্রিস্টান হিসেবে জীবনযাপন করুন